আরও পড়ুন: কাজ বন্ধ করে দিলেন সব সাফাই কর্মী! কেন ঘটল এমন ঘটনা
শিশুদের খাবারে ইঁদুরের মলের মতো ভয়ঙ্কর জিনিস পড়ে থাকা এবং অঙ্গনওয়াড়ি কর্মীর দৌড়ে পালিয়ে যাওয়ার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের ১৩৪ নম্বর হারুরপাড়া পশ্চিম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। অভিভাবকদের অভিযোগ, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সীমা খাতুন মোটেও মন দিয়ে কাজ করেন না। মাঝেমধ্যেই সেখানকার খাবারে নোংরা জিনিস পড়ে থাকে। তবে সম্প্রতি খাবারে ইঁদুরের মল পড়ে থাকার ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। ক্ষুব্ধ অভিভাবকরা এই ঘটনার প্রতিকার চাইতে দল বেঁধে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিকে আসছিলেন আসছিলেন। তাঁদেরই দাবি, দেখতে পেয়েই কেন্দ্রের দরজায় তালা মেরে দৌড়ে পালিয়ে যান সীমা খাতুন।
advertisement
তবে অভিভাবকরাও নাছোড়বান্দা ছিলেন। তাঁরা দৌড়ে ওই অঙ্গনওয়াড়ি কর্মীকে ধরে ফেলেন। তবে সেখানকার খাবার নিয়ে এই বিতর্কে জেরে মুখ খুলতে চাননি ওই অঙ্গনওয়াড়ি কর্মী বা তাঁর হেল্পার কেউই। এদিকে খাবারে ইঁদুরের মল পড়ে থাকার ঘটনার তীব্র নিন্দা করেছেন ডোমকল পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর নুরাবুল হক।
কৌশিক অধিকারী





