TRENDING:

Murshidabad News: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে পড়ে ইঁদুরের মল! অভিভাবকদের দেখেই দৌড় মহিলা কর্মীর

Last Updated:

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে পড়ে ইঁদুরের মল‍! ঘটনার কথা জানাজানি হতেই দৌড়ে পালিয়ে গেলেন মুর্শিদাবাদের ডোমকলের অভিযুক্ত অঙ্গনওয়াড়ি কর্মী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: অভিভাবকদের দেখেই দে দৌড়। পাঁই পাঁই করে ছুটে পালালেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মহিলা কর্মী। শুক্রবার ডোমকলে দেখা গেল এই অবাক দৃশ্য। তবে কারণটা জানলে আপনি হয়তো রেগে যেতে পারেন। জানা গিয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছোট ছোট পড়ুয়াদের জন্য রান্না করা খাবারে পড়েছিল ইঁদুরের মল! সেটা জানতে পেরে ক্ষুব্ধ অভিভাবকরা দল বেঁধে ওই অঙ্গন‌ওয়াড়ি কেন্দ্রের দিকে আসছিলেন। আর তা দেখেই দরজায় তালা দিয়ে দৌড়ে পালিয়ে যান সেখানকার কর্মী সীমা খাতুন।
advertisement

আরও পড়ুন: কাজ বন্ধ করে দিলেন সব সাফাই কর্মী! কেন ঘটল এমন ঘটনা

শিশুদের খাবারে ইঁদুরের মলের মতো ভয়ঙ্কর জিনিস পড়ে থাকা এবং অঙ্গনওয়াড়ি কর্মীর দৌড়ে পালিয়ে যাওয়ার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের ১৩৪ নম্বর হারুরপাড়া পশ্চিম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। অভিভাবকদের অভিযোগ, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সীমা খাতুন মোটেও মন দিয়ে কাজ করেন না। মাঝেমধ্যেই সেখানকার খাবারে নোংরা জিনিস পড়ে থাকে। তবে সম্প্রতি খাবারে ইঁদুরের মল পড়ে থাকার ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। ক্ষুব্ধ অভিভাবকরা এই ঘটনার প্রতিকার চাইতে দল বেঁধে ওই অঙ্গন‌ওয়াড়ি কেন্দ্রের দিকে আসছিলেন আসছিলেন। তাঁদেরই দাবি, দেখতে পেয়েই কেন্দ্রের দরজায় তালা মেরে দৌড়ে পালিয়ে যান সীমা খাতুন।

advertisement

View More

তবে অভিভাবকরাও নাছোড়বান্দা ছিলেন। তাঁরা দৌড়ে ওই অঙ্গনওয়াড়ি কর্মীকে ধরে ফেলেন। তবে সেখানকার খাবার নিয়ে এই বিতর্কে জেরে মুখ খুলতে চাননি ওই অঙ্গনওয়াড়ি কর্মী বা তাঁর হেল্পার কেউই। এদিকে খাবারে ইঁদুরের মল পড়ে থাকার ঘটনার তীব্র নিন্দা করেছেন ডোমকল পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর নুরাবুল হক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে পড়ে ইঁদুরের মল! অভিভাবকদের দেখেই দৌড় মহিলা কর্মীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল