East Bardhaman News: কাজ বন্ধ করে দিলেন সব সাফাই কর্মী! কেন ঘটল এমন ঘটনা
- Reported by:BONOARILAL CHOWDHURY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
বেতন বৃদ্ধি ও প্রতিমাসে সঠিক সময়ে বেতন দেওয়ার দাবিতে পূর্ব বর্ধমানের মেমারি পুরসভার সামনে বিক্ষোভ ১৫০ জন সাফাই কর্মীর
পূর্ব বর্ধমান: প্রতিমাসে নির্ধারিত সময় বেতন না দেওয়ার অভিযোগ ও বেতন বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ করে দিলেন মেমারি পুরসভার সব সাফাই কর্মী। শুক্রবার কাজ বন্ধ রেখে পুরসভার সামনে প্রায় ১৫০ জন সাফাই কর্মী বিক্ষোভ দেখান। ফলে থমকে যায় এলাকার আবর্জনা পরিষ্কার থেকে শুরু করে রাস্তাঘাট সাফাইয়ের কাজ।
কেন তাঁরা সকলে একযোগে কাজ বন্ধ রেখে এই বিক্ষোভের পথে হাঁটলেন তা তুলে ধরেছেন মেমারির ৪ নম্বর ওয়ার্ডের এক সাফাই কর্মী। তিনি বলেন, আমাদের মাইনে ঠিক সময়ে দেওয়া হচ্ছে না। তাছাড়া মাসে মাত্র ৬ হাজার টাকা দেয়। তাতে এই বাজারে সংসার চালানো যাচ্ছে না। অন্ততপক্ষে মাসে ১৫ হাজার টাকা বেতনের দাবি তুলেছেন সাফাই কর্মীরা। পাশাপাশি এক একটি মাসে তাঁদের বেতন পেতে ১০ তারিখ এমনকি ১৫ তারিখও হয়ে যায় বলে অভিযোগ।
advertisement
advertisement
বিক্ষোভে অংশ নেওয়া সাফাই কর্মীরা জানিয়েছেন, মেমারি পুরসভায় একজনও স্থায়ী সাফাই কর্মী নেই। তাঁদের মতো চুক্তিভিত্তিক সাফাই কর্মীরাই ভরসা। এর আগে তাঁরা লিখিতভাবে পুরসভাকে বেতন বৃদ্ধির দাবির কথা জানিয়েছিলেন। পুর কর্তৃপক্ষ জানিয়েছিল বোর্ড মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা করে জানাবে। কিন্তু সেই প্রতিশ্রুতির রাখা হয়নি বলেই তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন, এমনটাই দাবি সাফাই কর্মীদের।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 28, 2023 5:13 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: কাজ বন্ধ করে দিলেন সব সাফাই কর্মী! কেন ঘটল এমন ঘটনা










