আরও পড়ুন বড় খবর, রাজ্য জুড়ে উড়ালপুল গুলির স্বাস্থ্য পরীক্ষা করবে পূর্ত দফতর
জানা গিয়েছে, গত ৩রা আগস্ট বিয়ে হয় ওই দম্পতির। ৪ঠা আগস্ট বিয়ের অনুষ্ঠান মিটতেই এটিএমের টাকা তোলার জন্য বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি স্বামী। এই ঘটনার জেরে পাত্রের বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েন স্ত্রীর পরিবারের সদস্যরা। শুধু তাই নয় যুবকের বাড়ির গেটে তালা মেরে বিক্ষোভ দেখানো হয়।
advertisement
জানা গিয়েছে, দুই পরিবারের সম্মতিতে সামাজিক রীতি মেনে গত ৩রা অগাস্ট ডোমকলের বাবুপাড়ার বাসিন্দা ওই তরুণীর বিয়ে হয় ক্যাপ্টেনপাড়ার বাসিন্দা প্রসেনজিৎ পালের সঙ্গে। ৪ঠা অগাস্ট হয় বৌভাতের আয়োজন। কিন্তু এরপরই গত ৬ই আগস্ট হঠাৎ করেই গায়েব হয়ে যান ওই যুবক । এটিএম থেকে টাকা তুলতে গিয়ে আর বাড়ি ফিরে আসেননি যুবক। সকাল গড়িয়ে গেলেও বাড়ি না ফিরে আসার কারণে নববিবাহিতা বধূও হতবাক হয়ে পড়েন। দিনভর খোঁজাখুঁজির পর ডোমকল থানায় নিখোঁজের ডায়রি করেন যুবকের মা ।
আরও পড়ুন Malda News: ঢাক ঢোল পিটিয়ে হল খুঁটি পুজো, দায়িত্বে শুধুমাত্র মহিলারা
গৃহবধূর দাবি, তার স্বামী প্রসেনজিতের অন্য কোথাও সম্পর্ক রয়েছে। তাকে ঠকানো হয়েছে। যদিও অভিযোগে পাত্তা দেননি যুবকের মা। যুবকের মায়ের কথায়, বিয়ের পরে তার ছেলে কোথায় গেছে তাদের জানা নেই। অন্যদিকে এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় । ঘটনার পর নববধূর বাড়ির লোকজন যুবকের বাড়ির গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায়। গোটা ঘটনায় ক্ষোভে ফুঁসছে বধূর আত্মীয়রা। অবিলম্বে রহস্যে মোড়া ঘটনার নিষ্পত্তি চাইছে নব বিবাহিতা বধূ ও তার পরিবার।
কৌশিক অধিকারী