মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছে, গত ১০ বছর আগে ডোমকলের মোহনপুর বটতলা এলাকার রেখা বিবির সঙ্গে বিয়ে হয় ডোমকলের ঘোড়ামারা মাঠপাড়ার বানাত মণ্ডলের সঙ্গে। প্রথমদিকে সবকিছু ঠিকঠাক চলে সংসার। সংসারে আসে কন্যা সন্তান। যদিও বিবাহের বছর খানেক পর থেকেই নিজের বৌদির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বানাত মণ্ডলের।
আরও পড়ুনঃ বিষক্রিয়া হয়ে হাসপাতালে ভর্তি গায়ক সুরজিৎ, চরম চিন্তায় অনুরাগীরা
advertisement
কিন্তু ঐ সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় তার স্ত্রী রেখা বিবি। হঠাৎ গভীররাতে নিজের ঘরেই রেখা বিবিকে মারধর করে এবং গলায় ফাঁস লাগিয়ে খুন করে বলে অভিযোগ। মৃত্যুর খবর সোমবার সকালে পরিবারের লোকজন পেয়েই ছুটে যায় তাঁর বাড়িতে। সেখানে মৃতদেহ দেখেই খবর দেওয়া হয় পুলিশকে। তারপরেই বাড়ি ছেড়ে চম্পট দেই অভিযুক্ত বানাত মণ্ডল। ঘটনার খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ডোমকল থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছেন। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাওকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।
কৌশিক অধিকারী