Surojit Chatterjee|| খাদ্যে বিষক্রিয়া হয়ে হাসপাতালে ভর্তি গায়ক সুরজিৎ, চরম চিন্তায় অনুরাগীরা

Last Updated:

Surojit Chatterjee admitted in Hospital: অসুস্থ গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায়। দু'দিন আগে খাদ্যে বিষক্রিয়া হওয়ায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সুরজিৎ চট্টোপাধ্যায়।

সুরজিৎ চট্টোপাধ্যায়।
সুরজিৎ চট্টোপাধ্যায়।
#কলকাতা: হঠাৎই অসুস্থ গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায়। দু'দিন আগে খাদ্যে বিষক্রিয়া হওয়ায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সুরজিৎ চট্টোপাধ্যায়। সেখানে নানা পরীক্ষা-নিরীক্ষা হওয়ার পরে জানা যায় সুরজিৎ চট্টোপাধ্যায়ের ডেঙ্গু বা অন্য কোনও রোগের উপসর্গ নেই। মূলত খাবার থেকেই শিল্পীর এই অসুস্থতা। চিকিৎসার পর আপাতত তিনি সুস্থ।
চিকিৎসকরা জানিয়েছেন, চিন্তার কোনও কারণ নেই। কয়েকদিন বিশ্রাম নিলেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। আজ সোমবার বিকেলে সুরজিৎকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। সুরজিৎ জানিয়েছেন, এখন তিনি সুস্থ। বিশেষ কোনও শারীরিক অসুবিধা এই মুহূর্তে নেই। বাড়ি ফিরে বিশ্রাম নিতে চান। তবে শীতের মরসুমে পরপর অনুষ্ঠান রয়েছে। একটি অনুষ্ঠানের সময় পরিবর্তন করতে হয়েছে অসুস্থতার জন্য। বাকি অনুষ্ঠানগুলি আশা করছেন নির্ধারিত সময়েই তিনি মঞ্চে হাজির থাকতে পারবেন।
advertisement
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠক হবে? দিল্লি যাওয়ার আগে যা জানালেন মুখ্যমন্ত্রী
সুরজিৎ চট্টোপাধ্যায়ের অনুরাগীর সংখ্যা নেহাত  কম নয়। তাঁর অসুস্থতার খবর দেরি করে হলেও তাঁর ফ্যানদের কাছে পৌঁছেছে। তারপর থেকে তাঁদের কপালেও চিন্তার ভাঁজ। আপাতত শিল্পীর সুস্থতার খবরে সকলেই এক প্রকার আশ্বস্ত। স্ত্রী কমলিনী চট্টোপাধ্যায় ও পরিবারের সদস্যরাও চিন্তায় পড়ে গিয়েছিলেন। এখন প্রত্যেকেই কিছুটা হলেও চিন্তামুক্ত।বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন,  আপাতত সুরজিতের শরীর সুস্থ। চিন্তার বিশেষ কোনও কারণ নেই। আজ বিকেলে তাঁকে ছেড়ে দেওয়া হবে।
advertisement
advertisement
Manash Basak
বাংলা খবর/ খবর/কলকাতা/
Surojit Chatterjee|| খাদ্যে বিষক্রিয়া হয়ে হাসপাতালে ভর্তি গায়ক সুরজিৎ, চরম চিন্তায় অনুরাগীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement