মুর্শিদাবাদ জেলার বহরমপুরে ওই এলাকার বেশ কিছু মহিলা বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে বসেছেন নিজেদের পসরা নিয়ে। রাত দিন এক করে তৈরী করছেন বিভিন্ন রকমের উপকরণ। যেমন- ঝুড়ি, ছাতা রাখার ঝুড়ি, ফল রাখার ঝুড়ি, গোলাকৃতির ও চারকোনা ঝুড়ি, সার্ভিং ট্রে ঝুড়ি, খেলনা রাখার ঝুড়ি, ফুলের পাত্র রাখার ঝুড়ি, বাসা ও অফিসের ওয়েস্ট বা বর্জ্য ফেলার ঝুড়ি, কাটলারি ঝুড়ি, স্যুটকেস ঝুড়ি, জুয়েলারি রাখার ঝুড়ি, ফিশ টেবিল ম্যাট, সিলিন্ডার ঝুড়ি ইত্যাদি।
advertisement
আরও পড়ুন- এই ফলের চাষ করে বিপুল লাভ করছেন কৃষকরা, আপনিও হতে পারেন মালামাল
আরও পড়ুন- মণ্ডপ প্রতিমায় থিমের ছড়াছড়ি! এই শীতে কী চলছে কালনায়? পাড়ায় পাড়ায় প্রস্তুতি তুঙ্গে!
পৃথিবীতে চিনের পরই বাঁশ উৎপাদনের দ্বিতীয় বৃহত্তম হল ভারত। ভারতের অঙ্গরাজ্য আমাদের পশ্চিমবঙ্গেও আছে প্রচুর বাঁশ গাছ। উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গেও বাঁশের নানা জিনিসপত্র তৈরি হয়।যার মধ্যে অন্যতম হল ঝুড়ি। রীতি অনুযায়ী, ঝুড়ি বোনা লোকশিল্পের অন্তর্গত। বাংলার নানা প্রান্তে যেখানে বাঁশবাগান রয়েছে, তার আশেপাশের অঞ্চলেই তৈরি হয় ঝুড়ি। আর সেই বাঁশের তৈরী বিভিন্ন উপকরণ তৈরী করে আর্থিক ভাবে স্বর্নিভর হচ্ছেন বহরমপুরের মহিলাশিল্পীরা।
কৌশিক অধিকারী