TRENDING:

Murshidabad News|| প্রিয় হেড স্যারকে বদলি করা যাবে না! পড়ুয়াদের বেনজির কাণ্ড! জানলে নিজেরাই হতবাক হবেন

Last Updated:

Murshidabad Viral Video: প্রধান শিক্ষক গত ১৪ বছর ধরে একভাবে এই স্কুলের পাশাপাশি এই অঞ্চলের বহু সেবামূলক কাজের সঙ্গে এলাকার  উন্নয়ন  ঘটিয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদঃ স্কুলের প্রিয় প্রধান শিক্ষকের বদলি রুখতে ধর্নায় গ্রামের বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরের হিকমপুর উচ্চ বিদ্যালয়। জানা গিয়েছে, ১৯৬৮ সালে স্থাপিত তখন থেকেই পঠন পাঠনের মান ভাল হলেও আজ এই স্কুলের পঠন পাঠনের মান ও পরিবেশ বর্তমানে খুবই উন্নত। পাশাপাশি এই অঞ্চলের উন্নয়নও এই স্কুল ঘিরে বলে মনে করছেন এই স্কুলের ছাত্র অভিভাবক ও গ্রামবাসীরা। তাঁদের কথায়, প্রধান শিক্ষক গত ১৪ বছর ধরে একভাবে এই স্কুলের পাশাপাশি এই অঞ্চলের বহু সেবামূলক কাজের সঙ্গে এলাকার উন্নয়ন ঘটিয়েছেন।
advertisement

একদিকে যেমন স্কুলের চোখ ধাঁধানো পরিবেশ গঠন করেছেন, তেমনই গ্রামের উন্নয়নেও হাত লাগিয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যে এই প্রধান শিক্ষক বদলি হয়ে যাবেন শুনতে পেরে এলাকার মানুষ অভিভাবক ও ছাত্ররা মর্মাহত, হতাশ। যে কোনও উপায়ে শিক্ষককে ধরে রাখতে চাইছেন তাঁরা। তাই স্কুলের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী এই স্কুলের সামনে ধর্না দিয়েছেন ও স্কুল গেটের তালা খুলতে দেওয়া হয়নি, যাতে এই শিক্ষক এই গ্রামের স্কুলে শিক্ষকতা করে যেতে পারেন।

advertisement

আরও পড়ুনঃ হু হু করে নামছে পারদ, আজ থেকেই রাজ্যে শীতের আমেজ, নিম্নচাপের জেরে নামবে বৃষ্টিও

প্রধান শিক্ষকের বদলি রুখতে স্কুলের গেটে তালা ঝুলিয়ে গেট বন্ধ করে বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রীরা। বিক্ষোভের জেরে বহরমপুরের হিকমপুর হাইস্কুলে ঢুকতেই পারেননি শিক্ষক শিক্ষিকারা। স্কুলের ছাত্রদের কথায়, প্রত্যন্ত এই স্কুলে প্রধান শিক্ষক আসার পর থেকে পড়াশোনার মান উন্নতি ঘটেছে। এই শিক্ষক চলে গেলে তা ব্যহত হবে। তাই তারাও চান প্রধান শিক্ষক এই স্কুলেই থাকুন। স্কুলের শিক্ষকরা জানান, প্রধান শিক্ষক গত শুক্রবারের পর স্কুলে আসেননি। বদলির বিষয়ে তাঁদের জানা নেই। বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর মণ্ডপে মহামায়ার লীলা! আধ্যাত্মিক থিমে নজর কাড়ছে রেল শহরের পুজো
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News|| প্রিয় হেড স্যারকে বদলি করা যাবে না! পড়ুয়াদের বেনজির কাণ্ড! জানলে নিজেরাই হতবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল