একদিকে যেমন স্কুলের চোখ ধাঁধানো পরিবেশ গঠন করেছেন, তেমনই গ্রামের উন্নয়নেও হাত লাগিয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যে এই প্রধান শিক্ষক বদলি হয়ে যাবেন শুনতে পেরে এলাকার মানুষ অভিভাবক ও ছাত্ররা মর্মাহত, হতাশ। যে কোনও উপায়ে শিক্ষককে ধরে রাখতে চাইছেন তাঁরা। তাই স্কুলের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী এই স্কুলের সামনে ধর্না দিয়েছেন ও স্কুল গেটের তালা খুলতে দেওয়া হয়নি, যাতে এই শিক্ষক এই গ্রামের স্কুলে শিক্ষকতা করে যেতে পারেন।
advertisement
আরও পড়ুনঃ হু হু করে নামছে পারদ, আজ থেকেই রাজ্যে শীতের আমেজ, নিম্নচাপের জেরে নামবে বৃষ্টিও
প্রধান শিক্ষকের বদলি রুখতে স্কুলের গেটে তালা ঝুলিয়ে গেট বন্ধ করে বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রীরা। বিক্ষোভের জেরে বহরমপুরের হিকমপুর হাইস্কুলে ঢুকতেই পারেননি শিক্ষক শিক্ষিকারা। স্কুলের ছাত্রদের কথায়, প্রত্যন্ত এই স্কুলে প্রধান শিক্ষক আসার পর থেকে পড়াশোনার মান উন্নতি ঘটেছে। এই শিক্ষক চলে গেলে তা ব্যহত হবে। তাই তারাও চান প্রধান শিক্ষক এই স্কুলেই থাকুন। স্কুলের শিক্ষকরা জানান, প্রধান শিক্ষক গত শুক্রবারের পর স্কুলে আসেননি। বদলির বিষয়ে তাঁদের জানা নেই। বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কৌশিক অধিকারী





