West Bengal Winter 2022|| হু হু করে নামছে পারদ, আজ থেকেই রাজ্যে শীতের আমেজ, নিম্নচাপের জেরে নামবে বৃষ্টিও
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
West Bengal Winter 2022: আজ শনিবার থেকেই রাজ্যে পারদ পতনের শুরু। রবিবার থেকে কলকাতাবাসীও শীতের আমেজ অনুভব করতে পারবে। অর্থাৎ সপ্তাহান্ত কাটবে শীতের আমেজে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আরেকটু কমে ২০.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪১ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি। ছবিঃ সংগৃহীত।
advertisement
*ইতিমধ্যেই যে নিম্নচাপ তৈরি হয়েছিল দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সেটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব শ্রীলংকা উপকূলে। এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে প্রথমে তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলের দিকে যাবে আজ শনিবার সকালে, তারপর তামিলনাড়ু উপকূল পেরিয়ে এটি উত্তর পশ্চিম ও পশ্চিম দিকে অগ্রসর হয়ে কেরল উপকূলে দক্ষিণ-পূর্ব ও পূর্ব মধ্য আরব সাগরের অবস্থান করবে রবিবার ১৩ নভেম্বর। ছবিঃ সংগৃহীত।
advertisement
advertisement
*একটি পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যেই পাস করছে উত্তর-পূর্ব ভারতের পার্বত্য এলাকা দিয়ে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা রবিবার ঢুকতে পারে উত্তর-পশ্চিম ভারতে এবং এর প্রভাবে রবি ও সোমবার বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ, উত্তর রাখান এবং হিমাচল প্রদেশের বেশ কিছু এলাকায়। ছবিঃ সংগৃহীত।
advertisement