শুক্রবার সকালে কলকাতা থেকে ট্রেনে বহরমপুর কোর্ট ষ্টেশনে এসে পৌঁছন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিক ও রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা। তিনি বহরমপুর কোর্ট ষ্টেশনে বিশ্রাম নিয়েই সড়ক পথে নবগ্রামে হজবিবি ডাঙ্গা গ্রামে তৃণমূলের নিহত অঞ্চল সভাপতি মোজাম্মেল হকের বাড়িতে যান।
advertisement
রাজ্যপাল গিয়ে কথা বলেন নিহত তৃণমূল কংগ্রেসের কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে। তারপরেই খড়গ্রাম ব্লকের রতনপুর গ্রামে নিহত কংগ্রেস কর্মীর বাড়িতে উপস্থিত হন রাজ্যপাল। কথা বলেন নিহত কংগ্রেস কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে। নবগ্রামের নিহত তৃণমূল কংগ্রেস কর্মী মোজাম্মেল হকের পরিবার জানান, রাজ্যপাল তাঁদের কাছে জানতে চান, কী ভাবে খুন হন মোজাম্মেল হক? কী ঘটনা ঘটেছিল সেইদিন।
প্রসঙ্গত, গত ১৫ জুন মনোনয়ন পত্র জমা দিয়ে ফেরার পথে দুস্কৃতীরা মোজাম্মেল হককে খুন করে বলে অভিযোগ। তিনি হজবিবি ডাঙ্গা গ্রামের তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন রাজ্যেপাল।
আরও পড়ুন: মধ্যবিত্তের জন্য সুখবর! অবশেষে ৩ গুন দাম কমল কাঁচালঙ্কার! কলকাতায় রেট কত আজ? জানুন
এদিন খড়গ্রামে নিহত কংগ্রেস কর্মী ফুলচাঁদ সেখের বাড়িতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে গিয়ে নিহত কংগ্রেস কর্মীর পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। মনোনয়ন পর্বের প্রথম দিন ৯ জুন নিহত হয়েছিলেন কংগ্রেস কর্মী ফুলচাঁদ সেখ। অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এদিন রাজ্যপালকে সামনে পেয়ে বিচার চাইল নিহত কংগ্রেস কর্মী ফুলচাঁদের পরিবার। জানালেন নিরাপত্তাহীনতার কথা। তৃণমূলের বিরুদ্ধে রাজ্যপালের কাছে অভিযোগ মৃত কংগ্রেস কর্মীর পরিবারের। সিবিআই তদন্তের আর্জি জানান ফুলচাদ শেখের স্ত্রী এসমিনা খাতুন।
ফুলচাঁদ শেখের দাদা বাণি ইসরাইলের দাবি, হুমকি দিচ্ছে তৃণমূল। ভোট দিতে গেলে অশান্তি হবে বলে ভয় দেখাচ্ছে। এদিন পরিবারের সঙ্গে কথা বলেন রাজ্যপাল, দিয়েছেন পাশে থাকার আশ্বাস। শুক্রবার দুপুরে খড়গ্রাম ও নবগ্রামের সফর শেষ করেই মুর্শিদাবাদ জেলার অন্যান্য প্রান্তেও যাবেন। পরে বিকালে হাজারদুয়ারী এক্সপ্রেসে ট্রেনে করে তিনি আবার কলকাতায় ফিরে যাবেন বলে সুত্রের খবর।
কৌশিক অধিকারী