Green Chilli Price Drops: মধ্যবিত্তের জন্য সুখবর! অবশেষে ৩ গুন দাম কমল কাঁচালঙ্কার! কলকাতায় রেট কত আজ? জানুন

Last Updated:
Green Chilli Price Drops: শহর কলকাতা ও শহরতলির বাজারে কমল কাঁচা লঙ্কার দাম। অবিশ্বাস্য ৩৫০- ৪০০ টাকা কেজি দাম থেকে কাঁচালঙ্কার দাম একদিনে কমে হল ১০০- ১৫০ টাকা কেজি। রেকর্ড পরিমাণে দাম কমায় অবশেষে স্বস্তিতে মধ্যবিত্ত।
1/10
অবশেষে স্বস্তি। দাম কমল কাঁচালঙ্কার। শহর কলকাতা ও শহরতলির বাজারে কমল কাঁচা লঙ্কার দাম। অবিশ্বাস্য ৩৫০- ৪০০ টাকা কেজি দাম থেকে কাঁচালঙ্কার দাম একদিনে কমে হল ১০০- ১৫০ টাকা কেজি। রেকর্ড পরিমাণে দাম কমায় অবশেষে স্বস্তিতে মধ্যবিত্ত।
অবশেষে স্বস্তি। দাম কমল কাঁচালঙ্কার। শহর কলকাতা ও শহরতলির বাজারে কমল কাঁচা লঙ্কার দাম। অবিশ্বাস্য ৩৫০- ৪০০ টাকা কেজি দাম থেকে কাঁচালঙ্কার দাম একদিনে কমে হল ১০০- ১৫০ টাকা কেজি। রেকর্ড পরিমাণে দাম কমায় অবশেষে স্বস্তিতে মধ্যবিত্ত।
advertisement
2/10
আকাশছোঁয়া টমেটোর দাম থেকে বাজারে আগুন। এরপর একের পর এক দাম বাড়তে থাকে কাঁচালঙ্কা ও অন্যান্য সবজিরও।
আকাশছোঁয়া টমেটোর দাম থেকে বাজারে আগুন। এরপর একের পর এক দাম বাড়তে থাকে কাঁচালঙ্কা ও অন্যান্য সবজিরও।
advertisement
3/10
উচ্ছে কেজি হিসেবে বিক্রি হয়েছে ৯০ টাকা, পটলের কেজি ছুঁয়ে ফেলেছিল ৬০ টাকা, গাঁটির কেজি বিক্রি হয়েছে ৮০ টাকা, ঢ্যাঁড়শের প্রতি কেজি বিকোচ্ছে ৮০ টাকা থেকে ১০০ টাকা দরে। তবে এবার আমজনতার জন্য সুখবর। বাজারে কাঁচালঙ্কার দাম কমছে। আশা করা হচ্ছে শীঘ্রই অন্য সবজির দামও নামবে।
উচ্ছে কেজি হিসেবে বিক্রি হয়েছে ৯০ টাকা, পটলের কেজি ছুঁয়ে ফেলেছিল ৬০ টাকা, গাঁটির কেজি বিক্রি হয়েছে ৮০ টাকা, ঢ্যাঁড়শের প্রতি কেজি বিকোচ্ছে ৮০ টাকা থেকে ১০০ টাকা দরে। তবে এবার আমজনতার জন্য সুখবর। বাজারে কাঁচালঙ্কার দাম কমছে। আশা করা হচ্ছে শীঘ্রই অন্য সবজির দামও নামবে।
advertisement
4/10
আজ বাজারে কাঁচালঙ্কার দাম রয়েছে ১০০- ১৫। টাকা কেজি। তবে অন্যান্য সবজির মধ্যে ঢ্যাঁড়শের দাম এখনও চড়া। তবে সস্তায় পাওয়া যাচ্ছে কুমড়ো। প্রতি কেজির দাম রয়েছে ৩০-৪০ টাকা। কেজি প্রতি পেঁপের দাম ৪০ টাকা।
আজ বাজারে কাঁচালঙ্কার দাম রয়েছে ১০০- ১৫। টাকা কেজি। তবে অন্যান্য সবজির মধ্যে ঢ্যাঁড়শের দাম এখনও চড়া। তবে সস্তায় পাওয়া যাচ্ছে কুমড়ো। প্রতি কেজির দাম রয়েছে ৩০-৪০ টাকা। কেজি প্রতি পেঁপের দাম ৪০ টাকা।
advertisement
5/10
বাজারে এখন অপেক্ষাকৃত সস্তায় পাওয়া যাচ্ছে আলু। মধ্যবিত্তকে স্বস্তিতে রেখে আলুর দাম বাড়েনি। প্রতি কেজি আলুর দাম রয়েছে ১৮-২০ টাকা। চন্দ্রমুখী আলুর ক্ষেত্রে দাম রয়েছে ২২-২৫ টাকা।
বাজারে এখন অপেক্ষাকৃত সস্তায় পাওয়া যাচ্ছে আলু। মধ্যবিত্তকে স্বস্তিতে রেখে আলুর দাম বাড়েনি। প্রতি কেজি আলুর দাম রয়েছে ১৮-২০ টাকা। চন্দ্রমুখী আলুর ক্ষেত্রে দাম রয়েছে ২২-২৫ টাকা।
advertisement
6/10
তবে টমেটোর দাম এখন রয়েছে ১০০- ১৫০ টাকা কেজি। অন্য সবজির দাম কমলেও এখনই টমেটোর রেট খুব বেশি নামবে না বলেই জানাচ্ছে সংশ্লিষ্ট মহল। কারণ টমেটোর ব্যাপারে এখনও কলকাতাকে নির্ভর করতে হচ্ছে ভিন রাজ্যের টমেটোর উপরেই। ফলে দাম কমার খুব বেশি সুযোগ নেই।
তবে টমেটোর দাম এখন রয়েছে ১০০- ১৫০ টাকা কেজি। অন্য সবজির দাম কমলেও এখনই টমেটোর রেট খুব বেশি নামবে না বলেই জানাচ্ছে সংশ্লিষ্ট মহল। কারণ টমেটোর ব্যাপারে এখনও কলকাতাকে নির্ভর করতে হচ্ছে ভিন রাজ্যের টমেটোর উপরেই। ফলে দাম কমার খুব বেশি সুযোগ নেই।
advertisement
7/10
যদিও বাজার বিশেষজ্ঞদের মতে ঢ্যাঁড়শ, কাঁচালঙ্কার মতো সবজি বাজারে ধীরে ধীরে আসতে শুরু করায় দাম কমতে চলেছে। কাটিহার থেকে মঙ্গলবারে কাঁচালঙ্কা এসেছে, কোলে মার্কেটে, যার জেরে পাইকারি রেট কমেছে। ফলে খুচরো বাজারেও নামছে দাম।
যদিও বাজার বিশেষজ্ঞদের মতে ঢ্যাঁড়শ, কাঁচালঙ্কার মতো সবজি বাজারে ধীরে ধীরে আসতে শুরু করায় দাম কমতে চলেছে। কাটিহার থেকে মঙ্গলবারে কাঁচালঙ্কা এসেছে, কোলে মার্কেটে, যার জেরে পাইকারি রেট কমেছে। ফলে খুচরো বাজারেও নামছে দাম।
advertisement
8/10
মাছের দামও রয়েছে চড়া বাজারে ছোট-বড় ইলিশের দেখা মিলছে। ৫০০ গ্রামের ইলিশের প্রতি কেজিতে দাম রয়েছে ৭০০ টাকা।
মাছের দামও রয়েছে চড়া বাজারে ছোট-বড় ইলিশের দেখা মিলছে। ৫০০ গ্রামের ইলিশের প্রতি কেজিতে দাম রয়েছে ৭০০ টাকা।
advertisement
9/10
বাজারে কাতলার প্রথি কেজিতে দাম রয়েছে ৩৫০- ৪০০ টাকা। এছাড়া রুই মাছের কেজি রয়েছে 200-230 টাকা। ফলে সবজি বাজারে দাম চড়া হলেও মাছের বাজারে যে স্বস্তি মিলবে, এমন আশাও নেই।
বাজারে কাতলার প্রথি কেজিতে দাম রয়েছে ৩৫০- ৪০০ টাকা। এছাড়া রুই মাছের কেজি রয়েছে 200-230 টাকা। ফলে সবজি বাজারে দাম চড়া হলেও মাছের বাজারে যে স্বস্তি মিলবে, এমন আশাও নেই।
advertisement
10/10
পাশাপাশি মাংসের দামও আগুন। চিকেনের প্রতি কেজি রয়েছে ২২০- ২৩০ টাকা। মাটনের প্রতি কেজিতে দাম রয়েছে ৭৫০- ৮০০ টাকা পর্যন্ত।
পাশাপাশি মাংসের দামও আগুন। চিকেনের প্রতি কেজি রয়েছে ২২০- ২৩০ টাকা। মাটনের প্রতি কেজিতে দাম রয়েছে ৭৫০- ৮০০ টাকা পর্যন্ত।
advertisement
advertisement
advertisement