পাশাপাশি, মাটির নীচে পুঁতে রাখা হয় ১৬টি তাজা বোমা। মোট ২০টি তাজা বোমা উদ্ধার করে বলে খড়গ্রাম থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে । কি কারণে এই বোমা মজুত করে রেখেছিল কে বা কারা তার তদন্তে নেমেছে খড়গ্রাম থানার পুলিশ প্রশাসন ।এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খড়গ্রাম থানার পুলিশ প্রশাসন জানিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে সেরিকালচার দুই বছরের স্নাতকোত্তর কোর্স
ধৃতের নাম তাজমত সেখ। ধৃত তাজমত সেখ কে শনিবার কান্দি মহকুমা কান্দি মহকুমা আদালতে পেশ করা হবে আদালত সূত্রে জানা গিয়েছে। এই ঘটনার জেরে বোম স্কোয়ার্ড কে খবর দেওয়া হয়েছে বোমা নিষ্ক্রিয় করার জন্য। গত এক মাস আগে, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হচ্ছিল। ফের খড়গ্রামে সাত সকালে এই তাজা বোমা উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
আরও পড়ুনঃ ব্যাঙ্ক থেকে চুরি লক্ষ লক্ষ টাকা! এরপর এ কী করল চোর! সামশেরগঞ্জে তুমুল শোরগোল!
সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ প্রশাসন বলে জেলা পুলিশ সুত্রে জানা গিয়েছে। ধৃত তাজমত সেখ কে পুলিশ জিজ্ঞেসবাদ শুরু করেছে বলে পুলিশ জানিয়েছে।
KOUSHIK ADHIKARY