TRENDING:

Murshidabad News: বিপুল পরিমাণ বোমা, বোমা তৈরির মশলা উদ্দার ফারাক্কায়! সন্ত্রস্ত গোটা এলাকা

Last Updated:

মুর্শিদাবাদে যেন সন্ত্রাস বন্ধই হচ্ছে না। মুর্শিদাবাদ জেলাতে ফের উদ্ধার হল তাজা বোমা, বোমা তৈরির মশলা ও সরঞ্জাম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদঃ পঞ্চায়েত নির্বাচনের পরেও মুর্শিদাবাদে যেন সন্ত্রাস বন্ধ হচ্ছে না। মুর্শিদাবাদ জেলাতে ফের উদ্ধার হল তাজা বোমা। তবে এবার বোমার পাশাপাশি উদ্ধার হল বোমা তৈরির মশলা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কাতে। ৩০ টি তাজা বোমা, বোমা তৈরীর মশলা ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করল ফারাক্কা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে ফরাক্কা থানার মহেশপুর অঞ্চলের শিবতলা গ্রামে।
advertisement

পুলিশ সুত্রে জানা যায়, রবিবার গভীর রাতে একটি আসমাপ্ত ফাঁকা বাড়ির ভেতর থেকে একটি বালতিতে প্রায় ২৫ টি বোমা, পাশের জঙ্গল একটি ব্যাগে প্রায় আরও ৫ টি বোমা ও একটি পরিত্যক্ত ছোট বাড়ি থেকে বোমা তৈরীর মশলা ও সরঞ্জাম উদ্ধার করে।

আরও পড়ুন ঃ ভোট মিটে গেলেও সন্ত্রাস অব্যাহত মুর্শিদাবাদে! ধারাল অস্ত্রের কোপ প্রাক্তন প্রধানকে

advertisement

কেন্দ্রীয় বাহিনী ও ফরাক্কা থানার পুলিশ আশিস বিষ্মকর্মা কমানডেন্ট ৩১০ বেটেলিয়ান সিআরপিএফ এর নেতৃত্ব থাকা সি/২৩৪ কোম্পানির এসিস্ট্যান্ট কমানডেন্ট এস শ্রী নিবাসন এবং ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী উপস্থিতিতে বোমা ও বোমা তৈরীর মশলা ও সরঞ্জাম উদ্ধার হয় বলে জানা যায়।

ঘটনার পরেই ঘটনাস্থল ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী ও ফরাক্কা থানার পুলিশ। বোমা গুলো নিস্ক্রিয় করার জন্য বোম স্কোয়ার্ড টিমকে খবর দেওয়া হয়েছে ফরাক্কা থানার পুলিশের পক্ষ থেকে। কি কারণে বোমা গুলি এখানে রাখা হয়েছে ও বোম বাঁধা হয় তার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ।

advertisement

আরও পড়ুন ঃ ইলেকট্রিক মিটার নেই কোনও বাড়িতে! দিতে হয় না বিল! ফারাক্কার এই গ্রামের কথা জানেন?

অন্যদিকে একই অঞ্চলে চব্বিশ ঘণ্টা আগে তাজা বোমা উদ্ধার হয়। একটি বালতিতে তাজা বোমা উদ্ধার করে ফারাক্কা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে ফরাক্কা থানার মহেশপুর অঞ্চলের সাঁকোপাড়া আম বাগানে। পুলিশ সুত্রে জানা যায়, শনিবার গভীর রাতে একটি বাগানে বেশ কয়েকজন দুষ্কৃতী বোমা বাঁধার কাজ করছিল।

advertisement

পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে সেখান থেকে একটি বালতিতে ৮-১০ টি তাজা বোমা সহ ও তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম ইবরাহীম সেখজুলুম সেখ, হোদা আলম ও নাসিরুদ্দিন সেখ নাসির। ধৃতদের সকলের বাড়ি ফরাক্কার সাঁকোপাড়া।

আরও পড়ুন ঃ বিডিও অফিসে হাজির হয়ে মিষ্টি খাওয়ালেন বিজেপি কর্মীরা! হল টা কী?

advertisement

ঘটনার পরেই ঘটনাস্থল ঘিরে রেখেছে ফরাক্কা থানার পুলিশ। বোমা গুলি নিস্ক্রিয় করার জন্য বোম স্কোয়ার্ড প্রতিনিধি দলকে খবর দেওয়া হয় ফরাক্কা থানার পুলিশের পক্ষ থেকে। কি কারনে বোমা গুলি বাঁধা হচ্ছিল তার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ।

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বিপুল পরিমাণ বোমা, বোমা তৈরির মশলা উদ্দার ফারাক্কায়! সন্ত্রস্ত গোটা এলাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল