Bangla News: ইলেকট্রিক মিটার নেই কোনও বাড়িতে! দিতে হয় না বিল! ফারাক্কার এই গ্রামের কথা জানেন?
- Reported by:KOUSHIK ADHIKARY
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
৩০ বছর ধরে ফরাক্কা NTPC পাওয়ার প্লান্ট সংলগ্ন আন্দুয়া গ্রামে বিনামূল্যে ইলেকট্রিক পরিষেবা দিয়ে আসছে ফরাক্কা NTPC কর্তৃপক্ষ।
মুর্শিদাবাদঃ মিটার ও নতুন করে ইলেকট্রিক খুঁটি বসানোকে কেন্দ্র করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর নাগাদ মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের আন্দুয়া গ্রামে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় ৩০ বছর ধরে ফরাক্কা NTPC পাওয়ার প্লান্ট সংলগ্ন আন্দুয়া গ্রামে বিনামূল্যে ইলেকট্রিক পরিষেবা দিয়ে আসছে ফরাক্কা NTPC কর্তৃপক্ষ। শনিবার সকালে হঠাৎই কর্মীরা আন্দুয়া গ্রামে ইলেকট্রিক খুঁটি ও মিটার বসাতে আসে। তারপর স্থানীয় বাসিন্দারা ইলেকট্রিক কর্মীদের কাজ করতে বাঁধা দেওয়া হয়, দেখানো হয় বিক্ষোভ।
আরও পড়ুনঃ নিম্নচাপের কতটা প্রভাব পড়বে দক্ষিণের জেলায় জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনা স্থলে আসে ফরাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও স্থানীয় বাসিন্দারা জানান, এই গ্রামে বেশির ভাগ পরিবার সংসার চালাতে সমস্যা হয়। এরপর যদি মিটার বসিয়ে NTPC টাকার বিনিময়ে ইলেকট্রিক পরিষেবা দেয়, তাহলে অনেক সমস্যা হবে। ফলে আমরা কোনওভাবে মিটার বসাতে দেব না। না হলে NTPC র তরফ থেকে কাজের ব্যবস্থা করে দিতে হবে।
advertisement
advertisement
গ্রামে দীর্ঘদিন ধরেই NTPC সম্পুর্ণ বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা প্রদান করে আসছে। তাহলে আজকে হঠাৎই কেন বিদ্যুৎ-এর খুঁটি ও মিটার বসানো হচ্ছে? প্রয়োজন হলে আমরা আগামী দিন NTPC পাওয়ার প্ল্যানের গেটের সামনে বিক্ষোভ দেখাব। যদিও বিদ্যুৎ দফতরের কর্মীরা জানান, আমরা উচ্চপদস্থ কর্তাদের নির্দেশে এই কাজ করতে এসেছি। যা বলার তাঁরাই বলবেন।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 22, 2023 6:51 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Bangla News: ইলেকট্রিক মিটার নেই কোনও বাড়িতে! দিতে হয় না বিল! ফারাক্কার এই গ্রামের কথা জানেন?









