বিডিও অফিসে হাজির হয়ে মিষ্টি খাওয়ালেন বিজেপি কর্মীরা! হল টা কী?

Last Updated:

হরিহরপাড়ার বিডিও অফিসে ডেপুটেশন জমা দেওয়া হয় বিজেপি নেতা ও কর্মীদের পক্ষ থেকে।

বিডিও-কে মিষ্টি দিলেন বিজেপি কর্মীরা৷
বিডিও-কে মিষ্টি দিলেন বিজেপি কর্মীরা৷
রঘুনাথগঞ্জ: সারা বাংলার পাশাপাশি মুর্শিদাবাদ জেলাজুড়ে পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস, ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে ছয় দফা দাবি জানিয়ে বিডিও অফিসে ধরনা বিজেপির। শুক্রবার বহরমপুরে বিডিও অফিসে বিজেপি নেতা কর্মীরা ধরনায় বসেন। অভিযোগ, বিজেপির যেস মস্ত প্রার্থীরা জয়ী হয়েছেন, তাঁদের বিভিন্ন রকম ভাবে ভয় দেখাবার চেষ্টা করছে শাসক দল। বিজেপি নেতা লাল্টু দাস বলেন, নির্বাচন বর্তমানে প্রহসনে পরিণত হয়েছে। পঞ্চায়েত ভোটে দুর্নীতি আর সন্ত্রাসের প্রতিবাদে আমাদের আন্দোলন চলবে।
পাশাপাশি খড়গ্রামের বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা কর্মীরা। শুক্রবার খড়গ্রাম থানার নগর এলাকায় বিডিও অফিসের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির একাধিক নেতৃত্ব ও কর্মীরা। উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি আদিত্য মেলি বলেন, পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের প্রতিবাদে আমরা বিডিও-র কাছে পুনরায় সুষ্ঠভাবে পঞ্চায়েত নির্বাচনের দাবি জানাচ্ছি।
advertisement
advertisement
রঘুনাথগঞ্জ ২ নম্বর বিডিও অফিসে বিডিওকে মিষ্টিমুখ করিয়ে এবং গোলাপ দিয়ে অভিনব প্রতিবাদ জানায় বিজেপি নেতা কর্মীরা। এ দিন অসংখ্য বিজেপি নেতা কর্মীরা বিডিও অফিসের সামনে ধরনায় বসেন। বিজেপি নেতা জয়দেব দাস বলেন, পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসে প্রশাসন শাসক দলকে সহায়তা করেছে। তাই আমরা বিডিওকে মিষ্টিমুখ করালাম। এবং গোলাপ দিয়ে সংবর্ধনা জানালাম।
advertisement
রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের বিডিও আবু তোয়েব বলেন, রঘুনাথগঞ্জে মানুষ নির্বিঘ্নে ভোট দিয়েছে। কোনও রকম সমস্যা হয়নি। বিজেপির পক্ষ দেওয়া থেকে অভিযোগ গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে হরিহরপাড়ার বিডিও অফিসে ডেপুটেশন জমা দেওয়া হয় বিজেপি নেতা ও কর্মীদের পক্ষ থেকে। এ দিন কোনও রকম বিশৃঙ্খলা এড়াতে হরিহরপাড়া ব্লক চত্বরে  ছিল কড়া পুলিশি নিরাপত্তা। বিজেপি নেতা তন্ময় বিশ্বাস বলেন, ভোটে প্রতিটি বুখে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার কথা থাকলেও। কেন্দ্রীয় বাহিনীর দেখা পাওয়া যায়নি। নির্বাচনের নামে প্রহসন হয়েছে। সাধারণ মানুষের গণতন্ত্রের দাবিতে আমাদের লড়াই চলবে। কান্দিতেও বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করে বিজেপি। এরপর পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের প্রতিবাদে বিভিওকে ডেপুটেশন জমা দেওয়া হয়।
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
বিডিও অফিসে হাজির হয়ে মিষ্টি খাওয়ালেন বিজেপি কর্মীরা! হল টা কী?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement