সুখবর! পকেট ফাঁকা হলেও এবার UPI তে কিনতে পারবেন দামি জিনিস! চালু হচ্ছে নতুন নিয়ম!
- Published by:Tias Banerjee
Last Updated:
শীঘ্রই ইউপিআই-এ (UPI) কিউআর কোড (QR Code) স্ক্যান করেই ইএমআই-তে ভাগ করা যাবে পেমেন্ট, এনপিসিআই আনছে নতুন ফিচার!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এক গুরগাঁও-ভিত্তিক ফিনটেক উদ্যোক্তা জানিয়েছেন, ইউপিআইয়ের মাধ্যমে ক্রেডিট লাইন ব্যবহৃত হলে এনপিসিআই প্রায় ১.৫% ইন্টারচেঞ্জ ফি নেওয়ার পরিকল্পনা করছে। এর ফলে একটি স্থায়ী রাজস্ব উৎস তৈরি হবে। পে-ইউ (PayU)-এর সিইও অনির্বাণ মুখার্জিও জানিয়েছেন, ইউপিআই-তে ইনস্ট্যান্ট ক্রেডিট চালু হলে তার বিরাট সম্ভাবনা তৈরি হবে।
advertisement
ইউপিআই লেনদেনের নতুন সীমা এই মাস থেকে ইউপিআই লেনদেনের সীমা বাড়ানো হয়েছে। বিনিয়োগ ও বিমায় সীমা ২ লাখ থেকে বাড়িয়ে প্রতি লেনদেনে ৫ লাখ, দৈনিক সর্বাধিক ১০ লাখ। সরকারি ই-মার্কেটপ্লেস ও কর প্রদানের সীমা ১ লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ। ভ্রমণ বুকিংয়ে প্রতি লেনদেনে ৫ লাখ এবং দৈনিক সর্বাধিক ১০ লাখ। ক্রেডিট কার্ড বিল পেমেন্টে সীমা একবারে ৫ লাখ এবং দৈনিক সর্বাধিক ৬ লাখ। ঋণ ও ইএমআই সংগ্রহে প্রতি লেনদেনে ৫ লাখ, দৈনিক সর্বাধিক ১০ লাখ। গয়না কেনাকাটায় সীমা ১ লাখ থেকে দ্বিগুণ হয়ে ২ লাখ, দৈনিক সর্বাধিক ৬ লাখ। টার্ম ডিপোজিটে সীমা ২ লাখ থেকে বাড়িয়ে প্রতি লেনদেনে ৫ লাখ।