বিজয়ায় এ যেন গোর্খাদের 'ভাইফোঁটা'! দশাই উৎসবে অন্য ছবি পাহাড়ে! দেখলেই খুব চেনা লাগবে সব

Last Updated:

Gorkha Festival : বাঙালিরা বিজয়ায় প্রণাম জানান, তারপর হয় মিষ্টিমুখ। এদিন দশাই উপলক্ষে নেপালি সম্প্রদায়ের প্রতিটি বাড়িতে বড়রা ছোটোদের কপালে চাল ও সিঁদুরের টিকা দিয়ে আশীর্বাদ করে।

+
দশাই

দশাই উৎসব

কালচিনি, অনন্যা দে: বাঙালিদের বিজয়া দশমী উৎসবের সঙ্গেই শুরু হয়েছে গোর্খাদের দশাই উৎসব।ডুয়ার্সের নেপালি সম্প্রদায়ের মানুষদের ঘরে ঘরে পালিত হচ্ছে দশাই। এই উৎসবটি টিকা উৎসব নামে পরিচিত। এই উৎসব মিলিয়ে দেয় প্রবীণ ও নবীন প্রজন্মকে।
দেবী দুর্গার নিরঞ্জনের পর বাঙালিরা পালন করে বিজয়া দশমী উৎসব। নেপালি সম্প্রদায়ের মানুষ পালন করেন দশাই উৎসব। যা অন্যতম বড় উৎসব গোর্খাদের। বাঙালিরা বিজয়া দশমীতে গুরুজনদের প্রণাম জানান, পাশাপাশি মিষ্টিমুখের ব্যবস্থা করা হয়। দশাই উপলক্ষে নেপালি সম্প্রদায়ের প্রতিটি বাড়িতে হয়েছে বিশেষ আয়োজন। বড়রা ছোটোদের কপালে চাল ও সিঁদুরের টিকা পড়িয়ে দিয়ে তাকে আশীর্বাদ করে।
advertisement
advertisement
এই বিষয়ে রাজু নেপাল নামের এক ব্যক্তি জানান, “এটি আমাদের পুরনো সংস্কৃতি। আমরা গুরুজনদের থেকে টিকা পরি। তারা ভালবেসে যা দেন, তাই গ্রহণ করি। পরিবারের সকলে দূর দূরান্ত থেকে চলে আসেন এই উৎসব পালন করতে।” ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার গোর্খা সম্প্রদায়ের মানুষরা রয়েছেন, এমন স্থানে পালিত হচ্ছে এই উৎসব। দলসিংপাড়া, কালচিনি, ভাটপাড়া সর্বত্র এলাকায় লক্ষ্য করা যাচ্ছে দশাই উৎসব।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গোর্খা সংস্কৃতিতে নিয়ম নিষ্ঠা সহকারে প্রত্যেকটি বাড়ির বড়রা ছোটদের কপালে চাল ও সিঁদুরের টিকা পড়িয়ে দিয়ে তাকে আশীর্বাদ করেন। এই উৎসবটি নেপালিদের জীবনের আধ্যাত্মিক দিক সম্পর্কে চিন্তা করার সময় দেয়। এই উৎসব নব প্রজন্মকে তাঁদের বড়দের সম্মান করার কথা মনে করিয়ে দেয়। টিকা পড়ার আগে উপোস থাকার রীতি রয়েছে। বড়রা ছোটদের টিকা পড়িয়ে উপহার দেন বিভিন্ন।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বিজয়ায় এ যেন গোর্খাদের 'ভাইফোঁটা'! দশাই উৎসবে অন্য ছবি পাহাড়ে! দেখলেই খুব চেনা লাগবে সব
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement