উৎসব শেষে খালি হয়ে যাবে ময়দান! বিদায়ের আগে শেষ রাতে দাসপুরে উপচে পড়ল দর্শনার্থীদের ভিড়

Last Updated:

Durga Puja 2025 : উৎসবমুখর স্থান হয়ে যাবে খালি ময়দান। মানুষ ফিরে যাবে নিত্যদিনের জীবনযুদ্ধে। তার আগে দাসপুরে উৎসবের শেষ নির্যাস পান করতে উপচে পড়া ভিড়।

+
শারদীয়ার

শারদীয়ার শেষ লগ্নে মণ্ডপে ভিড়

দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: পুজোর গানের সুর বদলে গিয়েছে বিষাদে। তবে শেষ মুহূর্তের আনন্দের নির্যাস টুকু নিতে মাত্রাছাড়া ভিড় দর্শনার্থীদের। লাওদা ভূতনাথ সংঘ ও গ্রামবাসীবৃন্দের পরিচালনায় আয়োজিত মাতৃ আরধনার এবছরের থিম শিল্পী না জুলফি। এই উদ্ভট ভাবনাকে ফুটিয়ে তুলতে বহু শ্রম করতে হয়েছে।
মাঝে বৃষ্টি এসে বাঁধ সাধলেও পুজো শুরুর আগে অক্লান্ত পরিশ্রম বৃথা হয়নি। পুজো শুরু থেকেই সেখানে ভিড় উপচে পড়েছে। শেষবেলার ছবিরও অন‍্যথা হয়নি। পুজো শুরুর মুখে বৃষ্টিতে শঙ্কার মেঘ জমেছিল। তবে সেইসব সব বাঁধা কাটিয়ে দর্শনার্থীরা থিম উপভোগের সুযোগ পেয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে দর্শনার্থীদের ভিড়।
advertisement
advertisement
কমিটির কোষাধ‍্যক্ষের কথা অনুযায়ী, শেষ মুহূর্তে জনঢল উপচে পড়ছে। শেষ সন্ধ‍্যার আবেগে আত্মহারা বাঙালি। থিমও নজর কেড়েছে মানুষের। এই থিম নাকি আবার অন‍্য জায়গায় বুকিং হয়ে গিয়েছে এখন থেকেই, এমনটাই সূত্রের খবর। পুজো শেষে আবার শুরু হবে জীবনযুদ্ধ চালানোর নিত্যদিনের লড়াই।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বৃষ্টি, ব‍ন‍্যা, ঝড় সব কাটিয়ে মাথা তুলে দাঁড়িয়ে মানুষের সুখ‍্যাতি কুড়িয়ে নিল শিল্পী না জুলফি। মায়ের বিদায়ের পর সব আনন্দ নিভে যাবে। ওই জায়গা তখন খাঁ খাঁ করবে। আর সেই কথা ভেবে বিষাদে ভরে উঠছে বাঙালির মন। তবে সেসব ভুলে শেষ মুহূর্তে উৎসব আনন্দের শেষ নির্যাসটুকু পান করছেন বাঙালি।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
উৎসব শেষে খালি হয়ে যাবে ময়দান! বিদায়ের আগে শেষ রাতে দাসপুরে উপচে পড়ল দর্শনার্থীদের ভিড়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement