Murshidabad News: ভোট মিটে গেলেও সন্ত্রাস অব্যাহত মুর্শিদাবাদে! ধারাল অস্ত্রের কোপ প্রাক্তন প্রধানকে
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
সুতি থানার অন্তর্গত উমরাপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধানকে ধারাল অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
মুর্শিদাবাদ: পঞ্চায়েত নির্বাচনের পরেও রক্ত যেন পিছু ছাড়ছে না। রবিবার রাতে মুর্শিদাবাদ জেলার সুতি থানার অন্তর্গত উমরাপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধানকে ধারাল অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় প্রাক্তন প্রধানকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য। পুলিশ জানিয়েছে আহতের নাম মুজিবর রহমান, সুতি থানার অন্তর্গত উমরাপুর সাহাজাদপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ। পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে।
আহতের পরিবারের সদস্য ইকবাল হোসেন জানিয়েছেন, আহত ব্যাক্তি হেঁটে বাড়ি ফিরে যাচ্ছিলেন ।তখন কংগ্রেসের দুস্কৃতীরা সইদুর সেখ সহ বেশ কয়েকজন ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে মুজিবর রহমানের উপর।
পঞ্চায়েত নির্বাচনের দিনে ঝামেলা করতে পারেনি, তাই ভোট মিটে যাওয়ার পরে এলাকায় তৃণমূল ভালো ফল করার জন্য মজিবুর রহমানের ওপর অতর্কিত ভাবে হামলা চালায় কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ।
advertisement
advertisement
পরিবারের অন্য সদস্যরা জানিয়েছেন, সইদুর সেখ, সাদ্দাম সেখ সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা অতর্কিত ভাবে এই হামলা চালায়। উমরাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন আহত ব্যাক্তি, বর্তমানে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন । আমরা এ ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তির দাবি করছি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ। পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
July 24, 2023 6:27 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ভোট মিটে গেলেও সন্ত্রাস অব্যাহত মুর্শিদাবাদে! ধারাল অস্ত্রের কোপ প্রাক্তন প্রধানকে