এদিন সাতসকালেই এক ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয় হরিহরপাড়ায়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হরিহরপাড়ার কলাবাগান পাড়া এলাকায় হানা দেয়। সেখানে পাটের জমির পাশের একটি ঝোপ থেকে ব্যাগ ভর্তি বোম উদ্ধার হয়। ভোটের আগে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গ্রামে পুলিশে নজরদারি শুরু হয়েছে। উদ্ধার হাওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম্ব স্কোয়াডের কর্মীদের খবর দেওয়া হয়। কারা ওখানে বোমা রেখেছিল তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুন: ‘রাস্তা-জল নেই, তাই ভোটও নেই’, পঞ্চায়েত নির্বাচন বয়কটের ডাক
এদিকে মঙ্গলবার সকালে খড়গাম থেকেও উদ্ধার হয় বোমা। সদল অঞ্চলের শঙ্করপুর গ্রামে মাঠের ধারে একটি প্লাস্টিকের বালতিতে ভর্তি করে বোমা রাখা ছিল। শঙ্করপুর হাইমাদ্রাসার সামনের মাঠে মধ্যে হঠাৎ নজরে আসে বোমাগুলি। খবর দেওয়া হয় খড়গ্রাম থানায়। পুলিশ এসে বোমা উদ্ধার করে। এখানেও উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করার জন্য বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়।
এর পাশাপাশি বেলডাঙার বেগুনবাড়ি পঞ্চায়েতের কাজী সাহা চারাতলার দমদমার মাঠে সাঁকোর নিচ থেকে তিনটি জার ভর্তি বিপুল পরিমাণে বোমা উদ্ধার করল পুলিশ। সোমবার রাতে এলাকার বাসিন্দারা বোমাগুলি দেখতে পান। এরপরই তাঁরা পুলিশকে খবর দেন। এখানেও বোম্ব স্কোয়াডকে তলব করা হয়।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মুর্শিদাবাদ জেলার তিনটি পৃথক জায়গা থেকে একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনায় আইন-শৃঙ্খলা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে সাধারণ মানুষের মনে। রাজনৈতিক দলগুলিও বিষয়টি নিয়ে একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়েছে। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটে ফের মুর্শিদাবাদের নিরাপত্তা নিয়ে তৈরি হল প্রশ্ন।
কৌশিক অধিকারী