জানা যায় মূলত অর্থের অভাবেই বন্ধ হয়ে গিয়েছিল সংস্কারের কাজ। এদিকে গোটা উন্নয়ন পরিকল্পনার বাজেট ধরা হয়েছিল ১৫ লক্ষ টাকা। এই পরিস্থিতিতে স্কুলের প্রাক্তন ছাত্র তথা কলকাতা হাইকোর্টের বিখ্যাত আইনজীবী তমাল কান্তি দে এগিয়ে এলেন। তিনি কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের সংস্কার কাজের জন্য একাই ১০ লক্ষ টাকা দান করার সিদ্ধান্ত নিয়েছেন। স্কুলের প্রধান শিক্ষক ভুমানন্দ সিংহের হাতে এই উপলক্ষে চেক তুলে দেন।
advertisement
আরও পড়ুন: সর্বনাশ! যিনি দুর্নীতি ধরেন সেই অ্যান্টি কোরাপশন অফিসারই নাকি ভুয়ো, জোর চাঞ্চল্য
জানা গিয়েছে, কান্দি রাজ উচ্চবিদ্যালয়ের প্রাক্তনী তমাল কান্তি দে ছাড়াও স্কুলের প্রাক্তনী সংসদের পক্ষ থেকেও এই সংস্কার কাজের জন্য অর্থ সাহায্য করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এদিকে নিজের স্কুলের উন্নয়নের কাজে ১০ লক্ষ টাকা দান করার সিদ্ধান্ত নিয়ে আইনজীবী তমাল কান্তি দে বলেন, "আমি এখানকার প্রাক্তন ছাত্র। চাই পরবর্তী প্রজন্মের পড়াশোনায় কোনও সমস্যা না হোক। প্রধান শিক্ষক আমাদের আবেদন করেছিলেন, তাই সাড়া দিয়ে এই সাহায্য করলাম।"
কৌশিক অধিকারী