Crime News: সর্বনাশ! যিনি দুর্নীতি ধরেন সেই অ্যান্টি কোরাপশন অফিসারই নাকি ভুয়ো, জোর চাঞ্চল্য

Last Updated:

Murshidabad News: ভুয়ো ডাক্তার ও পুলিশের পর এবার ধরা পড়লেন ভুয়ো অ্যান্টি করাপশন অফিসার। পুলিশ প্রশাসনের হাতে গ্রেফতার হল ভুয়ো আধিকারিক। 

+
ফরাক্কাতে

ফরাক্কাতে ধৃত ভুয়ো অ্যান্টি কোরাপশন অফিসার 

মুর্শিদাবাদ: ভুয়ো ডাক্তার ও পুলিশের পর এবার ধরা পড়লেন ভুয়ো অ্যান্টি কোরাপশন অফিসার। পুলিশ প্রশাসনের হাতে গ্রেফতার হল ভুয়ো আধিকারিক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কাতে। পুলিশ সুত্রে জানা যায়, ধৃত ভুয়ো অ্যান্টি করাপশন অফিসারের নাম দীপক কর্মকার (২৭)। বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজ আবাসনে।
জানা গিয়েছে, হঠাৎ শনিবার রাতে ফরাক্কা থানায় এসে হাজির অ্যান্টি কোরাপশন অফিসার। ফরাক্কা থানায় কর্মরত ডিউটি অফিসারকে পরিচয় দেওয়ার পর অভিযান চালাতে বলে। তাতে সন্দেহ জাগে ফরাক্কা থানার ভারপাপ্ত আইসি বিজয় কুমার যাদবের। তারপর তাঁকে জিজ্ঞাসা করে আসল সত্যি বেরিয়ে আসে। বেশ কয়েকদিন ধরেই তিনি ফরাক্কায় নিজেকে অ্যান্টি কোরাপশন অফিসার বলে পরিচয় দিয়ে বেড়াচ্ছিল। তাঁর কাছ থেকে একটি ভুয়ো অ্যান্টি কোরাপশন অফিসার সচিত্র পরিচয়পত্র পাওয়া গেছে বলে জানা যায়।
advertisement
advertisement
তারপর ধৃতকে গ্রেফতার করে রবিবার সকালে। ধৃত দীপক কর্মকারকে ৭ দিন পুলিশি হেফাজত চেয়ে মুর্শিদাবাদের জঙ্গিপুর আদালতের পাঠায় ফরাক্কা থানার পুলিশ। তবে এই ঘটনায় কেন ঘটিয়েছে তার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ।
advertisement
এর আগে রাজ্যের একাধিক জায়গায় কখনো ভুয়ো ডাক্তার, ভুয়ো পুলিশ আধিকারিক, এমনকি আইপিএস আধিকারিক গ্রেফতার হয়েছে। এবার সেই তালিকায় যোগ হল অ্যান্টি করাপশন অফিসার। ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে সমগ্র ঘটনার তদন্ত করা হবে বলে জানা গিয়েছে ফরাক্কা থানার পুলিশ প্রশাসন সূত্রে।
advertisement
Kaushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Crime News: সর্বনাশ! যিনি দুর্নীতি ধরেন সেই অ্যান্টি কোরাপশন অফিসারই নাকি ভুয়ো, জোর চাঞ্চল্য
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement