যদিও কোনক্রমে দুই শিশু প্রানে বাঁচলেই এখনও তিনজন শিশু নিখোঁজ আছে বলে জানা গিয়েছে। খর এই ঘটনা জানা জানি হতেই এর জেরে চাঞ্চল্য সৃষ্টি হয়। যদিও স্হানীয় বাসিন্দারা উদ্ধার কাজে নামলেও প্রাথমিক খোঁজ করলেও তিনজন শিশু খোঁজ মেলেনি। অন্যদিকে এই ঘটনার পর ডুবুরি টিম কে খবর দেওয়া হয়েছে। ডুবুরি টিম আসলে তিন শিশুর খোঁজ হবে বলে জানা গেছে। তিন শিশুর মধ্যে একই বাড়ির দুইজন অন্য বাড়ির এক জন ।
advertisement
আরও পড়ুনঃ অবশেষে স্বস্তি! উঠল সরকারি বাসের অস্থায়ী কর্মীদের ঘর্মঘট
ঘটনার পর তিনজন শিশুর বাড়ির সদস্যরা গঙ্গার ঘাটে কান্নায় ভেঙে পড়েছেন। অন্যদিকে জঙ্গিপুর জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক ভাবে পুলিশের অনুমান সাঁতার না জানতেই গঙ্গায় নেমে তিনজন শিশু তলিয়ে যায়। তবে ডুবুরি কে খবর দেওয়া হয়েছে, ডুবুরি এলেই উদ্ধার কাজ শুরু হবে। একদিকে যখন গঙ্গা ভাঙনের জেরে চোখের সামনেই তলিয়ে গেছে বিঘের পর বিঘে জমি, অন্যদিকে নিছকই গঙ্গাতে নেমে তলিয়ে গেল তিনজন ফুটফুটে শিশু।
Koushik Adhikary