Murshidabad News: অবশেষে স্বস্তি! উঠল সরকারি বাসের অস্থায়ী কর্মীদের ঘর্মঘট

Last Updated:

ধর্মঘটের ডাক দিয়েছিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (SBSCTC)র ঠিকা শ্রমিকরা। টানা ছ দিন ধরে কর্ম বিরতি পালন করে অবশেষে মন্ত্রীর নির্দেশে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেওয়ার পর উঠল ধর্মঘট।

+
title=

#মুর্শিদাবাদঃ ধর্মঘটের ডাক দিয়েছিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (SBSCTC)র ঠিকা শ্রমিকরা। টানা ছ'দিন ধরে কর্ম বিরতি পালন করে অবশেষে মন্ত্রীর নির্দেশে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেওয়ার পর উঠল ধর্মঘট। আন্দোলনের পাঁচ দিনের মাথায় প্রত্যাহার হল অস্থায়ী কর্মীদের ধর্মঘট। বুধবার থেকে দক্ষিণবঙ্গে সরকারি বাস পরিষেবা স্বাভাবিক হল। বুধবার সকালে বহরমপুর বাস ডিপো পরিষেবা স্বাভাবিক ছন্দে ফিরল। দুর্গাপুজোর আগে তৃতীয়ার সকাল থেকেই বাসের চাকা গড়াল বহরমপুর শহরে। ফলে খুশি সাধারণ মানুষ।
টানা কয়েক দিন ধরে চলে এসবিএসটিসি' বাস ধর্মঘট। যদিও এর আগে পরিবহন মন্ত্রীর আশ্বাসেও বন্ধ হয়নি ধর্মঘট। গত শুক্রবার থেকে ধর্মঘটে শামিল হন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের অস্থায়ী কর্মীরা। ২০১৩ সাল থেকে যাঁরা বাস চালাচ্ছেন, তাঁদের স্থায়ীকরণ, মাসে ২৬ দিন কাজ, ছুটি-সহ অন্যান্য একাধিক দাবি নিয়ে আন্দোলনে সামিল হন তাঁরা। বহরমপুর সহ হলদিয়া, দিঘা, মেদিনীপুর, সিউড়ি, রামপুরহাট, বর্ধমান, দুর্গাপুর-সহ দক্ষিণবঙ্গের মোট কুড়িটি ডিপোয় অনির্দিষ্টকালের জন্য শুরু হয় বাস ধর্মঘট।
advertisement
advertisement
এই ধর্মঘটের জেরে আন্তঃজেলা সরকারি বাস পরিষেবা কার্যত স্তব্ধ হয়ে যায়। পুজোর মুখে প্রবল সমস্যায় পড়তে হয় মানুষকে। অবশেষে প্রত্যাহার করা হল ধর্মঘট। আপাতত লক্ষ্মী পুজো পর্যন্ত নিশ্চিন্তে চলবে বাস পরিষেবা। এমনটাই মনে করা হচ্ছে। তবে বাস চলাচল স্বাভাবিক ছন্দে ফিরতেই খুশি প্রকাশ করেছেন সাধারণ নিত্যযাত্রীরা। অবশেষে দুর্গাপুজোর আগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যাত্রীরা।
advertisement
 
Koushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: অবশেষে স্বস্তি! উঠল সরকারি বাসের অস্থায়ী কর্মীদের ঘর্মঘট
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement