Murshidabad News: এসবিএসটিসি'র বহরমপুর ডিপোর অস্থায়ী কর্মীদের কর্মবিরতি অব্যাহত

Last Updated:

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বহরমপুর ডিপোর অস্থায়ী কর্মীদের কর্মবিরতি অব্যাহত থাকল মঙ্গলবারেও, সপ্তাহের দ্বিতীয় কাজের দিনেও মিলল না কোনও সরকারি আশ্বাস।

+
title=

#মুর্শিদাবাদঃ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বহরমপুর ডিপোর অস্থায়ী কর্মীদের কর্মবিরতি অব্যাহত থাকল মঙ্গলবারেও, সপ্তাহের দ্বিতীয় কাজের দিনেও মিলল না কোনও সরকারি আশ্বাস। উল্লেখ্য বিভিন্ন দাবী দাওয়া নিয়ে দক্ষিণ বঙ্গ পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীদের কর্মবিরতি চলছে এক সপ্তাহেরও বেশি সময় ধরে। যার জেরে বেশ কিছু দিন ধরে সরকারি বাস না চলায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। শুধু মাত্র কিছু বেসরকারি বাস চলাচল করছে।
পুজোর সময় যাতায়াত ব্যবস্থা একপ্রকার অচল হয়ে পড়ায় সমস্যায় পড়েছেন নিত্য যাত্রী থেকে শুরু করে ব্যবসায়ীরা। মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় দিনেও এই ধর্মঘটে সামিল হয়েছেন কর্মচারীরা। প্রসঙ্গত উল্লেখ্য বর্তমানে একজনমাত্র স্থায়ী কর্মী আছেন বহরমপুর ডিপোতে। বাকিরা সকলেই অস্থায়ী চুক্তির ভিত্তিতে কর্মরত। স্বভাবতই চুক্তি ভিত্তিক কর্মীদের এই আন্দোলনে ভেঙে পড়েছে পরিবহন ব্যবস্থা। পুজোর মুখে অনেককেই বেসরকারি বাসে বেশি ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ SBSTC-র অস্থায়ী কর্মীদের কর্মবিরতি অব্যাহত, ভোগান্তি যাত্রীদের
এতেই পরিস্থিতি আরও জটিল হচ্ছে মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরে। সেই সঙ্গে পুজোর মুখে ভয়াবহ জায়গায় পৌঁছাল যাত্রী ভোগান্তির ছবি। সময়মতো বেতন, মাসের ২৬ দিনের কাজ, সম কাজে সমবেতন, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, গোটা রাজ্যে বরখাস্ত হওয়া ৮৯ জন কর্মীকে কাজে ফিরিয়ে নেওয়া, বার্ষিক বেতন বৃদ্ধি, এছাড়াও জেলার সমস্ত রুটে পুনরায় বাস পরিষেবা চালুর দাবিতে এই কর্মবিরতি পালন করছেন অস্থায়ী কর্মীরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দুষ্কৃতী তাণ্ডব কান্দিতে! আগুন লাগিয়ে দেওয়া হল দুটি দোকানে
এই দাবি গুলি নিয়ে কর্ম বিরতির ডাক দেয় দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আই এন টি টি ইউ সি'র অনুমোদিত অস্থায়ী কর্মী সংগঠন। আন্দোলনের জেরে আজও কোনো সরকারি বাস পথে নামেনি। ফলে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। প্রশাসনের তরফে কোনো সমাধান সূত্র মেলে কিনা আপাতত সেই আশায় রয়েছেন সাধারণ মানুষ।
advertisement
Koushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: এসবিএসটিসি'র বহরমপুর ডিপোর অস্থায়ী কর্মীদের কর্মবিরতি অব্যাহত
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement