#মুর্শিদাবাদঃ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বহরমপুর ডিপোর অস্থায়ী কর্মীদের কর্মবিরতি অব্যাহত থাকল শনিবার, মিলল না কোনও সরকারী আশ্বাস। টানা বেশ কিছু দিন ধরেই সরকারি বাস না চলায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। শুধু মাত্র কিছু বেসরকারি বাস চলাচল করছে। শুক্রবার থেকে বিক্ষোভ শুরু করে শনিবার পর্যন্ত টানা দু’দিন চলল এই ধর্মঘট। পূজোর সময় যাতায়াত ব্যবস্থা অচল থাকায় সমস্যায় পড়েছেন নিত্য যাত্রী থেকে শুরু করে ব্যবসায়ীরা। শনিবারে ও এই ধর্মঘট সামিল হয়েছেন কর্মচারীরা। বর্তমানে মাত্র একজন স্হায়ী কর্মী আছে বহরমপুর ডিপোতে। বাকিরা সকলেই অস্থায়ী চুক্তি ভিত্তিতে কর্মরত। ফলে তাদের এই আন্দোলন চলছে।
সময়মতো বেতন ও মাসের ২৬ দিনের কাজ, সম কাজে সমবেতন, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, গোটা রাজ্যে ৮৯ জন বরখাস্ত হওয়া কর্মীকে কাজে ফিরিয়ে নেওয়া, বার্ষিক বেতন বৃদ্ধি, এছাড়াও জেলার সমস্ত রুটে পুনরায় বাস পরিষেবা চালুর দাবিতে এই কর্মবিরতি পালন করছেন কর্মীরা। এই দাবি গুলি নিয়ে কর্ম বিরতির ডাক দেয় দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আই এন টি টি ইউ সি'র অনুমোদিত অস্থায়ী কর্মী সংগঠন।
আরও পড়ুনঃ সামশেরগঞ্জে পুলিশি অভিযান, উদ্ধার তাজা বোমা, এলাকায় চাঞ্চল্য
আজও কোনো সরকারি বাস পথে নামেনি। ফলে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। রাজ্যর বিভিন্ন সরকারী বাসের ডিপোতে এই ধর্মঘট অব্যাহত আছে। ধর্মঘটের জেরে অন্যান্য জেলা থেকে আসা যাত্রী ও তাদের আত্মীয়রা সমস্যা পড়েছেন দুর্গাপুজোর আগে। যদিও অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটে সামিল হয়েছেন কর্মচারীরা বলে জানা গিয়েছে।
Koushik Adhikaryনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Berhampore, Murshidabad, Sbstc