পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে হঠাৎই ভয়াবহ আগুন দাউ দাউ করে জ্বলতে দেখে প্রতিবেশীরা। তখনই ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায় সকলে। কিন্তু তাতেও শেষরক্ষা হয় না। ওই আগুনে পুড়ে মৃত্যু হয় এক পাঁচ বছরের শিশু কন্যার। পুড়ে ছাই হয়ে যাই প্রয়োজনীয় নথিপত্র-সহ একটা আস্ত বাড়ি। পুলিশ জানিয়েছে মৃত শিশু কন্যার নাম তামান্না খাতুন, বয়স পাঁছ বছর।
advertisement
আরও পড়ুন: ‘ওষুধের খরচ কে দেবে?’ সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বাসন্তী চট্টোপাধ্যায়, যা বললেন ভাস্বর
পরিবারের সদস্যরা জানিয়েছেন, অন্যান্য দিনের মতোই ছোট্ট শিশু কন্যা বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিল। ঘরে যখন আগুন লাগে তখন সে বেড়িয়ে আসতে পারেনি, আর নিমেষেই সব শেষ ।অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় শিশু কন্যার।
আরও পড়ুন: কিরণ রাওয়ের জন্যই কি ভাঙন ধরেছিল আমির-রিনার সম্পর্কে? মুখ খুললেন নায়কের দ্বিতীয় প্রাক্তন স্ত্রী
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাড়িতে গোয়াল ঘরে, মশা তাড়ানোর জন্য শাজলা দেওয়া ছিল। ওই আগুন থেকেই আগুন ছড়িয়ে বাড়িতে লেগে যায় বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের। এই ঘটনাতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পাঁচ বছরের শিশু কন্যার মৃত্যুর ঘটনায় পরিবার-সহ গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকে ছায়া। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানীতলা থানার পুলিশ।পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। চোখের সামনে পরিবারের সন্তানের মৃত্যু, অন্যদিকে আগুনের গ্রাসে সব শেষ কান্নার রোল পরিবার জুড়ে।
কৌশিক অধিকারী