এবছর মুর্শিদাবাদ জেলা পরিষদের মোট জেলা পরিষদের আসন সংখ্যা ৭৮। মুর্শিদাবাদ জেলার মোট পঞ্চায়েত সমিতির সংখ্যা ২৬, মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ২৫০ টি। এই সব কয়টিতে ভোট নেওয়া হবে শনিবার। জেলা প্রশাসন সূত্রের খবর, মুর্শিদাবাদ জেলার ২৫০টি গ্রাম পঞ্চায়েত আসনের মোট আসন সংখ্যা ৫৫৯৩, মোট প্রার্থীর সংখ্যা ১৭,১৫৩জন।
আরও পড়ুন ঃ অধীরের গড়ে এবার কি চমকে দেবে কংগ্রেস? শেষ দিনের প্রচারে মরিয়া ইঙ্গিত
advertisement
মুর্শিদাবাদ জেলার ২৬টি পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ৭৪৮, মোট প্রার্থী ২৮২০জন। মুর্শিদাবাদ জেলা পরিষদের মোট আসন সংখ্যা ৭৮টি, মোট প্রার্থী ৪৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। মুর্শিদাবাদ জেলাতে ইতি মধ্যেই উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। যার ফলে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে মুর্শিদাবাদে।
কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ৭২ কোম্পানি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি থাকছে রাজ্যে পুলিশও। জেলা প্রশাসন সূত্রে এও জানা গিয়েছে, গ্রাম বাংলার পঞ্চায়েত নির্বাচনে মহিলা ভোটারের সংখ্যা ২৫০৮৯৬৮।পুরুষ ভোটারের সংখ্যা ২৫৯৫২৬৭। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৯৪ জন। মোট ভোটার সংখ্যা ৫১০৪৩২৯, মোট বুথের সংখ্যা ৫৪৩৮টি। প্রতিটি বুথে ভোট নেওয়া হবে শনিবার সকাল থেকেই।
কৌশিক অধিকারী