Bangla News: অধীরের গড়ে এবার কি চমকে দেবে কংগ্রেস? শেষ দিনের প্রচারে মরিয়া ইঙ্গিত
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Bangla News: অধীর গড় ধরে রাখতে মরিয়া কংগ্রেস, জমে উঠল শেষ দিনের ভোট প্রচার।
মুর্শিদাবাদঃ একদা অধীর রঞ্জন চৌধুরীর কংগ্রেস গড় হিসেবেই পরিচিত ছিল মুর্শিদাবাদ জেলা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনাল এই গ্রাম বাংলার পঞ্চায়েত নির্বাচন। আর পঞ্চায়েত নির্বাচনে গ্রাম বাংলার লড়াই জমে উঠেছে। মুর্শিদাবাদ জেলা নিজের গড় ধরে রাখতে মরিয়া কংগ্রেস দল ।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তিনি নিজেই গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ভোট প্রচার করে চলেছেন। বহরমপুর সংসদীয় এলাকার বিভিন্ন বিধানসভা এলাকাতে তিনি প্রচারে জোর দিয়েছেন। পাশাপাশি, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় গিয়ে তিনি ভোট প্রচার করছেন। অধীর গড় থেকে ছিনিয়ে নেওয়া শাসকদল তৃণমূল কংগ্রেস কে টেক্কা দিতেই মরিয়া কংগ্রেস শিবির। ফলে সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত ভোট প্রচার করছেন শেষ মুহূর্তে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ।
advertisement
advertisement
এদিন, অধীর চৌধুরী প্রথমে নবগ্রাম ও পরে বড়ঞা এবং কান্দির বিভিন্ন জায়গায় ভোট প্রচার করেন। সভা মঞ্চ থেকেই শাসকদল তৃণমূল কংগ্রেস কে একহাত নিয়ে তীব্র কটাক্ষ করে আক্রমণ করেন অধীর চৌধুরী।
অধীর চৌধুরী বলেন, আজকে গোটা বাজারে আগুন লেগেছে। আমরা কংগ্রেস দল চুরি করিনা, তাই টাকা নেই, আপনার অধিকার আমরা পৌঁছে দেব আপনার কাছে।পুলিশ ও মস্তান দিয়ে ভয় দেখাচ্ছে আমাদের কর্মীদের। দুর্নীতি ছাড়া তৃণমূল দল উঠে যাবে। আজকে বহু মানুষ কংগ্রেস দলে ফিরে আসছেন। সারা জেলা জুড়ে তৃণমূল দল ভাঙছে আর কংগ্রেসের শক্তিবৃদ্ধি হচ্ছে।
advertisement
মুর্শিদাবাদ জেলার বড়ঞা ও কান্দি এবং নবগ্রামের সভা থেকেই বিভিন্ন দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেন বহু বিরোধী কর্মীরা। ফলে পঞ্চায়েত নির্বাচনের শেষ লগ্নে জমে উঠল কংগ্রেস দলের রাজনৈতিক ভোট প্রচার।
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 06, 2023 2:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: অধীরের গড়ে এবার কি চমকে দেবে কংগ্রেস? শেষ দিনের প্রচারে মরিয়া ইঙ্গিত