স্হানীয় বাসিন্দারা সুত্রে জানা গিয়েছে, জমির পাশে নসিপুর বিল। আর সেই বিলে সোমবার প্রথমে পা পিছলে ছোট মেয়ে আনিসা খাতুন পড়ে যায়, তাকে বাঁচাতে গিয়ে ঝাঁপ দেয় ১১ বছরের তার বড় বোন নাফিসা সুলতানা। তারা দুজনেই জলে তলিয়ে যায়। সঙ্গে সঙ্গেই তাঁর বাবা রায়ুজুদ্দিন সেখ কাজ করতে করতে লক্ষ্য করেণ। তার দুই কন্যা নেই, তৎক্ষণাৎ তিনিও ঝাঁপ দিলে সেই বিলে এবং একই সঙ্গে বাবা-সহ দুই মেয়ের মৃত্যু ঘটল বলে জানা গিয়েছে। ঘটনার জেরে তিন মিনিট পর পর তিনজনের নিথর দেহ উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা।
advertisement
আরও পড়ুনঃ বারাসতের রাস্তায় জনপ্রিয় হিন্দি গানে মহিলার তুমুল নাচ, মুহূর্তে ভাইরাল ভিডিও
এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে। একসাথে পরিবারে তিনজনের মৃত্যুতে কান্নার রোল পড়ে যায় এলাকায়। লালগোলা থানার পুলিশ তিনজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতাল মর্গে নিয়ে যায়। দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে।লালগোলা থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে, কি ভাবে এই দুর্ঘটনা ঘটল তার প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।
কৌশিক অধিকারী






