Viral Video|| বারাসতের রাস্তায় জনপ্রিয় হিন্দি গানে মহিলার তুমুল নাচ, মুহূর্তে ভাইরাল ভিডিও

Last Updated:

Woman went viral while dancing on Road at Barasat: মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি ডিস্কো ডান্সার, বাপি লাহিড়ীর কন্ঠের সেই গান 'ইয়াদ আ রাহা হ্যায়', যা শুনলেই সকলের শরীরে আজও হিল্লোল ওঠে। সেই গানেই রাস্তায় নেচে এখন নেট দুনিয়ায় ভাইরাল মহিলা।

+
title=

#বারাসাত: কালীপুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে রাস্তায় হিন্দি জনপ্রিয় গানের তালে নেচে বর্তমানে ভাইরাল এক মহিলা। ইতিমধ্যেই সেই নাচের ভিডিও শেয়ার করেছেন নেটিজেনরা। ভিডিওতে নানা মন্তব্য ভেসে আসছে। যদিও ভাইরাল মহিলার আসল পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।
বারাসত সন্ধানী ক্লাবের অস্থায়ী মঞ্চের সামনে এক মহিলার নাচ নেট দুনিয়া ভাইরাল হয়েছে। যা দেখে সকলেই মুগ্ধ হচ্ছেন। জনৈক এক ব্যক্তি ভিডিওটি রাস্তায় রেকর্ড করেছিলেন। পরে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তাঁদের নিজস্ব ফেসবুক ওয়াল থেকে শেয়ার করেছেন। মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়। কে ওই মহিলা, কোথায় থাকেন, তা জানা যায়নি।
advertisement
আরও পড়ুনঃ দলীয় কর্মসূচির ফাঁকে তমলুকের বর্গভীমা মন্দিরে সুকান্ত মজুমদার, দেখুন ভিডিও
মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি ডিস্কো ডান্সার, বাপি লাহিড়ীর কন্ঠের সেই গান 'ইয়াদ আ রাহা হ্যায়', যা শুনলেই সকলের শরীরে আজও হিল্লোল ওঠে। সেই গানেই রাস্তায় নেচে এখন নেট দুনিয়ায় ভাইরাল মহিলা। ভিডিওতে দেখা গিয়েছে, ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর সন্ধানী ক্লাবের অস্থায়ী মঞ্চের সামনে এক দর্শনার্থী প্যান্ডেল হপিং করার ফাঁকেই, এই গান শুনে থেমে থাকতে পারেনি। রাস্তার মাঝেই লজ্জা না পেয়ে সাবলীল ভাবেই নাচতে থাকেন।
advertisement
advertisement
ভিডিওটি যিনি লুকিয়ে তুলেছে তার পরিচয়ও জানা যায়নি। তবে ইতিমধ্যেই সেই নাচ প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের। যেভাবে একসময় ডাব্বু আঙ্কেল ভাইরাল হয়েছিলেন গোবিন্দা অভিনীত একটি ছবির গানে নাচ করে, ঠিক তেমন ভাবেই এই মহিলাও আজ ভাইরাল। মহিলা যখন নাচ শুরু করেন তখন তাঁর সঙ্গে থাকা পরিচিতেরা টানাটানি করলেও, তাঁকে সরিয়ে আনতে পারেননি।
advertisement
রাস্তায় সেইসময় দর্শনার্থীদের ভিড়। সকলেই দেখছে তাকে। তারপর একসময় ওই মহিলাকে ঠিকমতো নাচ করার জন্য একজন সহযোগিতা করতে এগিয়ে এলেন, যিনি প্রথম থেকেই হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছিলেন পাশে দাঁড়িয়ে। গানের মাঝপথে যাতে ব্যাঘাত না ঘটে, তার জন্য ট্রাফিক নিয়ন্ত্রণ করতেও দেখা গেল। মহিলার এই নাচের ভিডিও কে ঘিরে অনেকেই মন্তব্য করছেন, জীবনে সবথেকে সুখী মুহূর্ত উদযাপন করছেন তিনি। এমনকি অনেকেই বলছেন মহিলার সামনে আসা উচিত। তার এই আনন্দঘন মুহূর্ত আরও মহিলাদের উৎসাহিত করবে।
advertisement
রুদ্র নারায়ন রায়
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video|| বারাসতের রাস্তায় জনপ্রিয় হিন্দি গানে মহিলার তুমুল নাচ, মুহূর্তে ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement