আরও পড়ুন: ক্যানভাসে ফুটে উঠেছে অনবদ্য সৃষ্টি! নাটকের শহর বালুরঘাটে শুরু হয়েছে ক্যানভাস আর্ট ফেয়ার
এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ডোমকলের মোহনপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস তিনেক আগে কালু শেখের স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান। ইতিমধ্যে অন্য একজনের সঙ্গে তাঁর বিয়েও হয়ে গিয়েছে। এই ঘটনায় কালু শেখের সন্দেহ গিয়ে পড়ে প্রতিবেশী রাহুল শেখের পরিবারের উপর। তাঁর ধারণা হয়, প্রতিবেশী পরিবারটির মদতেই স্ত্রী অন্যকে বিয়ে করেছে। তবে মাঝখানেক আগে দুই পরিবারের মধ্যে গন্ডগোল শুরু হলেও তা থেমে গিয়েছিল। কিন্তু হঠাৎই আবার বিরোধ বাঁধে। আর তারপরই এই চাঞ্চল্যকর সংঘর্ষের ঘটনাটি ঘটে।
advertisement
এই ঘটনায় আহত রাহুল শেখের পরিবারের দাবি, হঠাৎই তাদের পরিবারের মহিলাদের বাগানের মধ্যে আটকে মারধর করছিল কালু শেখ। তার সঙ্গে ছিল দুলু শেখ ও লালু মণ্ডল। এই খবর পেয়ে মাঠ থেকে ছুটে আসেন রাহুল শেখ, নাড়ু শেখরা। ঘটনার কারণ জানতে চাইলে কালু তাঁদের হাঁসুয়ার কোপ মারে বলে অভিযোগ। এরপরই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, এই সংঘর্ষে আহত হয়েছে রাহুল শেখ, নাড়ু শেখ, আহাসান শেখ, লালু মণ্ডল এবং নুরহোসেন মণ্ডল।
ঐ ঘটনার পর প্রতিবেশীরা আহতদের হাসপতালে নিয়ে যান। কিন্তু জানা গিয়েছে হাসপাতালে চিকিৎসা না করিয়েই গ্রেফতারি এড়াতে সেখান থেকে পালিয়ে যায় লালু মণ্ডল ও নুরহোসেন মণ্ডল। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
কৌশিক অধিকারী






