সম্পুর্ণ বিনামূল্যে চোখের চিকিৎসা পরিষেবা দিতে পেরে খুশি চিকিৎসক থেকে আয়োজক সকলেই। তবে শুধু চোখের চিকিৎসা করে থেমে থাকা নয়, ভবিষ্যতে সাধারণ মানুষ কে আরও অন্যান্য পরিষেবা পৌঁছে দেওয়া একমাত্র লক্ষ্য বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। আয়োজক সুব্রত দাস তার কথায়, গ্রামীণ এলাকা হলেও বর্তমানে পিছিয়ে পড়া এই ব্লক। চিকিৎসা করাতে যেতে হয় বহু দুরে।
advertisement
আরও পড়ুনঃ Murshidabad: আড়াই বছরেই বিস্ময় বালক ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তুলল নাম
আরও পড়ুনঃ Murshidabad News- মুর্শিদাবাদের ২৬টি ব্লকের কৃষকদের হাতে তুলে দেওয়া হল কৃষকরত্ন সম্মান
তাই আমরা চিন্তা করেই এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করতে পেরেছি। গ্রামবাসী স্বপ্না মুর্মু, থেকে লতিকা ঘোষ সকলেই খুশি এই কর্মকাণ্ড জেরে। তারা জানালেন, এই গ্রামে ডাক্তার নিজেরা এসে চক্ষু পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করেছে।
Koushik Adhikary