TRENDING:

Murshidabad News: শ্রীচৈতন্যদেবের আবির্ভাব তিথির পাঁচ দিন পর রং খেলায় মেতে ওঠে এই গ্রাম! পঞ্চম দোলের সঙ্গে জড়িয়ে আছে বৈষ্ণব ভক্তি রসের গূঢ় তত্ত্ব

Last Updated:

হিলোরা গ্রামের শ্যামসুন্দর মন্দির প্রায় ৫০০ বছরের পুরনো। দোলের দিন এখানে রং খেলা হয় না। পাঁচদিন পর পঞ্চম দোলের উৎসবে মেতে ওঠেন গ্রামের সকলে। প্রতিবছর দোলযাত্রার পর কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে আয়োজিত হয় পঞ্চম দোল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: বাঙালির দোলযাত্রা শেষ৷ সাঙ্গ হয়েছে হোলির পালাও৷ তারপরেও প্রথা মেনে রংয়ের উৎসবে মেতে উঠলো মুর্শিদাবাদের হিলোরা গ্রাম। খেলা হল রং, আবির। এই উৎসবের নাম- 'পঞ্চম দোল উৎসব'। হিলোরা গ্রামের শ্যামসুন্দরের মন্দির প্রাঙ্গণে এই দোল উৎসব আয়োজিত হয়। মূল দোলযাত্রা, অর্থাৎ শ্রীচৈতন্যদেবের আবির্ভাব তিথির ঠিক পাঁচদিনের মাথায় এই দোল খেলা হয়৷ সেই কারণেই এর নাম 'পঞ্চম দোল'।
advertisement

হিলোরা গ্রামের শ্যামসুন্দর মন্দির প্রায় ৫০০ বছরের পুরনো। দোলের দিন এখানে রং খেলা হয় না। পাঁচদিন পর পঞ্চম দোলের উৎসবে মেতে ওঠেন গ্রামের সকলে। প্রতিবছর দোলযাত্রার পর কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে আয়োজিত হয় পঞ্চম দোল। পঞ্চম শব্দটির মধ্যে লুকিয়ে আছে ভক্তিরসের তত্ত্ব। ধর্ম, অর্থ, কাম, মোক্ষকে পেরিয়ে পঞ্চম পুরুষার্থ প্রেমকে স্বীকৃতি দিয়েছিলেন শ্রীচৈতন্যদেব। 'ভক্ত ভেদে রতি ভেদ পঞ্চ পরকার।

advertisement

শাস্ত্র রতি দাস্য রতি সখ্য রতি আর।।

বাৎসল্য রতি মধুর রতি এ পঞ্চ বিভেদ।

View More

রতিভেদে কৃষ্ণভক্তি রস পঞ্চভেদ।।

শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর রস নাম।

কৃষ্ণ ভক্তি রসমধ্যে এ পঞ্চ প্রধান।।'

আরও পড়ুন: দৈত্যাকার মদনটাক দেখে থ সকলে, যদিও আর উড়তে পারবে না সে

অর্থাৎ শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর রস। এই দোলের রঙে প্রেমভক্তির পঞ্চরসেরই পাঁচটি গুণের পরিপূর্ণ প্রকাশ ঘটে বলে মনে করা হয়। তাই বলা হয় পঞ্চম দোল উৎসব।

advertisement

বছরের আর পাঁচটা সময় দেশ-বিদেশে ছড়িয়ে থাকেন এই গ্রামের মানুষ। কিন্তু পঞ্চম দোলের আগে সকলেই এসে হাজির হন গ্রামে৷ হয় দেদার খাওয়া-দাওয়া, আনন্দ-উল্লাস। গ্রামে একদিনের উৎসবে মেতে ওঠেন সকলেই। এই পঞ্চম দোল উপলক্ষে প্রায় ৩০ হাজার ভক্তদেরকে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। পাশাপাশি চলে বাউল গান ও কীর্তন পরিবেশন। শুধু মুর্শিদাবাদ জেলা নয়, পার্শ্ববর্তী বীরভূম ও ঝাড়খণ্ড থেকেও বহু ভক্তরা এই সময় উপস্থিত হন শ্যামসুন্দর মন্দিরে। এই উৎসব উপলক্ষে গ্রামে ছোট করে মেলাও বসে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বয়স মাত্র ৯! চোখে দৃষ্টি শক্তি নেই, ছোট্ট মৈত্রী'র জীবন আলো করে রয়েছে গান!
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: শ্রীচৈতন্যদেবের আবির্ভাব তিথির পাঁচ দিন পর রং খেলায় মেতে ওঠে এই গ্রাম! পঞ্চম দোলের সঙ্গে জড়িয়ে আছে বৈষ্ণব ভক্তি রসের গূঢ় তত্ত্ব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল