Bankura News: দৈত্যাকার মদনটাক দেখে থ সকলে, যদিও আর উড়তে পারবে না সে

Last Updated:

ছাতনার‌ই একটি গ্রাম থেকে আহত অবস্থায় এই পাখিটিকে উদ্ধার করেন বনকর্মীরা। এর নাম মদনটাক। এই পাখিটি সারস প্রজাতির। এরা মাছ ধরে খেতে ভালবাসে।

+
title=

বাঁকুড়া: বন বিভাগের ছাতনা রেঞ্জ অফিসে গেলেই দেখা যাবে একটা দৈত্যাকার পাখি ঘুরে বেড়াচ্ছে। বেশিরভাগই আগে এমন কোন‌ও পাখি দেখেননি। ফলে অবাক হওয়ার পাশাপাশি ভয় পেয়েও যেতে পারেন। ছাতনার‌ই একটি গ্রাম থেকে আহত অবস্থায় এই পাখিটিকে উদ্ধার করেন বনকর্মীরা। এর নাম মদনটাক। এই পাখিটি সারস প্রজাতির। এরা মাছ ধরে খেতে ভালোবাসে। ডানায় চোট লাগায় বর্তমানে উড়তে পারছে না।
আচ্ছা, পাখিটার নাম শুনে হাসি পাচ্ছে? হাসি পাওয়ার‌ই কথা। কিন্তু এতে পাখিটির কোন‌ও দোষ নেই। মদনটাক (বিজ্ঞানসম্মত নাম- লেপটপটিলস জাভানিকাস) বৃহৎ আকৃতির পাখি। বেশিরভাগ সময়ই এদের মাথা টাকের মত ফাঁকা থাকায় গ্রামবাংলায় এদের নাম দেওয়া হয় মদনটাক। দুটি অনুজ্জ্বল হলুদ চোখ আছে। ইতিমধ্যেই চিন ও সিঙ্গাপুর থেকে এরা বিলুপ্ত হয়ে গিয়েছে। বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ, অসম এবং বিহারে অল্প কিছু দেখা যায়।
advertisement
advertisement
বন দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মদনটাকের ডানার চোট অত্যন্ত গুরুতর। তার আর ওড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাই পাখিটিকে সম্পূর্ণ সুস্থ করার পর জঙ্গলের বদলে নিয়ে যাওয়া হবে চিড়িয়াখানায়। এমনটাই জানালেন ছাতনা রেঞ্জের ফরেস্ট অফিসার এশা বোস।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: দৈত্যাকার মদনটাক দেখে থ সকলে, যদিও আর উড়তে পারবে না সে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement