Bankura News: দৈত্যাকার মদনটাক দেখে থ সকলে, যদিও আর উড়তে পারবে না সে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
ছাতনারই একটি গ্রাম থেকে আহত অবস্থায় এই পাখিটিকে উদ্ধার করেন বনকর্মীরা। এর নাম মদনটাক। এই পাখিটি সারস প্রজাতির। এরা মাছ ধরে খেতে ভালবাসে।
বাঁকুড়া: বন বিভাগের ছাতনা রেঞ্জ অফিসে গেলেই দেখা যাবে একটা দৈত্যাকার পাখি ঘুরে বেড়াচ্ছে। বেশিরভাগই আগে এমন কোনও পাখি দেখেননি। ফলে অবাক হওয়ার পাশাপাশি ভয় পেয়েও যেতে পারেন। ছাতনারই একটি গ্রাম থেকে আহত অবস্থায় এই পাখিটিকে উদ্ধার করেন বনকর্মীরা। এর নাম মদনটাক। এই পাখিটি সারস প্রজাতির। এরা মাছ ধরে খেতে ভালোবাসে। ডানায় চোট লাগায় বর্তমানে উড়তে পারছে না।
আচ্ছা, পাখিটার নাম শুনে হাসি পাচ্ছে? হাসি পাওয়ারই কথা। কিন্তু এতে পাখিটির কোনও দোষ নেই। মদনটাক (বিজ্ঞানসম্মত নাম- লেপটপটিলস জাভানিকাস) বৃহৎ আকৃতির পাখি। বেশিরভাগ সময়ই এদের মাথা টাকের মত ফাঁকা থাকায় গ্রামবাংলায় এদের নাম দেওয়া হয় মদনটাক। দুটি অনুজ্জ্বল হলুদ চোখ আছে। ইতিমধ্যেই চিন ও সিঙ্গাপুর থেকে এরা বিলুপ্ত হয়ে গিয়েছে। বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ, অসম এবং বিহারে অল্প কিছু দেখা যায়।
advertisement
advertisement
বন দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মদনটাকের ডানার চোট অত্যন্ত গুরুতর। তার আর ওড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাই পাখিটিকে সম্পূর্ণ সুস্থ করার পর জঙ্গলের বদলে নিয়ে যাওয়া হবে চিড়িয়াখানায়। এমনটাই জানালেন ছাতনা রেঞ্জের ফরেস্ট অফিসার এশা বোস।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Mar 13, 2023 5:34 PM IST








