TRENDING:

Murshidabad News: পরিবারের সকলে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন, এসে দেখলেন আগুন জ্বলছে বাড়িতে

Last Updated:

রঘুনাথগঞ্জ-১ ব্লকের সোনাটিকুরি এলাকায়। যে বাড়িতে আগুন লেগেছে সেই পরিবারের সকলেই বৃহস্পতিবার সন্ধেয় একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে যান। রাতে বাড়ি ফিরে তাঁরা দেখতে পান আগুন জ্বলছে। পরিবারের সদস্যদের চিৎকার চেঁচামেচিতে বিষয়টি বুঝতে পেরে ছুটে আসেন প্রতিবেশীরা। স্থানীয়রা সঙ্গে সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: বাড়ির সকলে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। ফলে বাড়ি ফাঁকাই ছিল। ঠিক সেই সময়ই ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুনে ভস্মীভূত হয়ে গেল গোটা বাড়ি। রঘুনাথগঞ্জের ঘটনা।
advertisement

বৃহস্পতিবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে রঘুনাথগঞ্জ-১ ব্লকের সোনাটিকুরি এলাকায়। যে বাড়িতে আগুন লেগেছে সেই পরিবারের সকলেই বৃহস্পতিবার সন্ধেয় একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে যান। রাতে বাড়ি ফিরে তাঁরা দেখতে পান আগুন জ্বলছে। পরিবারের সদস্যদের চিৎকার চেঁচামেচিতে বিষয়টি বুঝতে পেরে ছুটে আসেন প্রতিবেশীরা। স্থানীয়রা সঙ্গে সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করেন। যে যেখান থেকে পারেন জল নিয়ে এসে বাড়িতে ঢালতে থাকেন। কিন্তু তাতে বিশেষ একটা লাভ হয়নি। কারণ বাড়ির ভিতরে থাকা সমস্ত আসবাবপত্র, বাসন, জামাকাপড়, ইলেকট্রনিক্স সামগ্রী সবকিছুই পুড়ে গিয়েছে।

advertisement

আরও পড়ুন: খোলা আকাশের নিচে চলছে গ্রামীণ হাসপাতাল! ভয়াবহ অবস্থা দেউলপুরে

এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকার মানুষের পুরনো একটি ক্ষোভ ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। গ্রামবাসীদের দাবি, জঙ্গিপুরে যদি একটি দমকল কেন্দ্র বা ফায়ার স্টেশন থাকত তবে বাড়িরটির অনেক কিছুই রক্ষা করা সম্ভব হত। স্রেফ কাছে কোন‌ও দমকল কেন্দ্র না থাকাতেই গোটা বাড়িটি আগুনে পুড়ে শেষ হয়ে গিয়েছে। আগুনে সমস্ত কিছু পুড়ে নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত পরিবারটির। তাঁরা কার্যত দিশেহারা হয়ে পড়েছেন। এই অবস্থায় দ্রুত জঙ্গিপুরে দমকল কেন্দ্র গড়ার আর্জি জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, বারবার ফায়ার স্টেশন তৈরির প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছু হয়নি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: পরিবারের সকলে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন, এসে দেখলেন আগুন জ্বলছে বাড়িতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল