কথায় আছে, বাঙালি উৎসব প্রিয় জাতি। বারো মাসে তার তেরো পার্বন। আর সবচেয়ে বড় উৎসব-‘শারদ পার্বন’ তো দুয়ারে কড়া নাড়ছে। প্রতি বছর নিত্যনূতন ফ্যাশনে মেতে উঠি আমরা। এ বছরেও তার ব্যতিক্রম ঘটেনি। যে যাই বলুন,পুজোর ক’টা দিন কিন্তু বাঙালিকে শাড়ি আর পাঞ্জাবিতেই ভাল মানায়। এ বছর তাই নতুন করে আবার চাহিদা বেড়েছে হরেক ডিজাইনের শাড়ির ও পাঞ্জাবির। তবে শুধু পাঞ্জাবি নয়, বাবার সঙ্গে ম্যাচিং করে মেয়েদের জন্য তৈরি করা হচ্ছে ফ্রকের ডিজাইন।
advertisement
আরও পড়ুন– হাই সুগার থাকা সত্ত্বেও চিনির বদলে গুড় খাচ্ছেন? হিতে বিপরীত হলেই কিন্তু মারাত্মক ক্ষতি!
আর দিন রাত এক করে বিভিন্ন পাঞ্জাবীতে হাতের কাজে ডিজাইন ফুটিয়ে তুলছেন বহরমপুর শহরের মেয়ে পুজা রায়। বিবাহ সূত্রে নদীয়া জেলাতে থাকলেও নবাবের জেলাতে পাঞ্জাবিস্বাদ দিচ্ছেন বেশ। তবে দোকানে নয়, শুধু মাত্র অনলাইন প্ল্যাটফর্মকে বেছে নিয়ে চাহিদা মতো তৈরি করে চলেছেন পাঞ্জাবির ডিজাইন। কোনও ডিজাইনে আছে মা দুর্গার মুখ। কোনওটাতে আছে মা দুর্গার বানী। আর তাতেই চমক দিচ্ছেন তিনি। যা এবছর বেশ নজর কাড়ছে নেটিজেনদের কাছে। যদিও ডিজাইনার পুজোর কথায়, এবছর এই হাতের কাজে ফুটিয়ে তোলা পাঞ্জাবী বেশ আকর্ষণীয়। যা পুজোর যেকোনও দিন পড়লেই লুক পাল্টে যাবে। দাম থাকছে আয়ত্তের মধ্যেই ।
কৌশিক অধিকারী