প্রতি বছরের মতো এবারও নতুন থিমে শারদোৎসবে মেতেছে পুজো কমিটি। গতবছর তাদের থিমে ভারতীয় মন্দির শৈলী থাকলেও এবছর বিশেষ আকর্ষণ ইজিপ্টের কম ওন্বো টেম্পল। কম ওম্বো মন্দির তৈরি হয়েছিল খৃষ্ট পূর্ব ১৮০-৪৭ শতকে টলেমিক সাম্রাজ্যের শাসনকালে নীল নদ বা নাইলের পাশে। পরবর্তীতে রোমান সাম্রাজ্যের শাসন কালেও মন্দিরের কিছু সংযোজন হয়। শুধুই মন্দির নয় সেই সময়কার পরিবেশও তুলে ধরেছেন মন্ডপশিল্পী।
advertisement
আরও পড়ুন: বোলপুরে অস্থায়ী ক্যাম্পে কী করছে সিবিআই? তুমুল চাঞ্চল্য, বড় রহস্য ফাঁসের অপেক্ষা
এমনকী প্রত্নতাত্ত্বিক খননের ফলে আবিষ্কৃত ঐতিহাসিক সামগ্রী শিলালেখও থাকছে মন্ডপের ভিতরে। থাকছে মন্দিরের গায়ে শিলালিপি, সুক্ষ্মাতিসুক্ষ্ম কারুকাজ। গত তিন মাস ধরে চলছে পুজোর প্রস্তুতি। শুধুই দেবী আরাধনায় থিমের নতুনত্বতেই নয় পরিবেশ রক্ষাতেও সজাগ রয়েছেন এই পুজো কমিটি।
আরও পড়ুন: ৪০০ বছরের ঐতিহ্যবাহী দুর্গাপুজো, দেবীর চারিদিকে সিংহবাহিনী! এক অনন্য পুজো
সম্পূর্ণ পরিবেশ বান্ধব মন্ডপ তৈরি করেছে কমিটি।শিল্পী সমীরেন্দ্র ঘোষ জানালেন কোনো থার্মোকলের ব্যবহার নয়, প্লাস্টার অফ প্যারিস, সিমেন্ট বালি দিয়েই তৈরি করা হচ্ছে এই মন্ডপ। পুজো কমিটির কর্মকর্তা জানালেন, প্রতিবছরই বাবুল বোনার পুজো বহরমপুরের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। চোখ ধাঁধানো এই প্যান্ডেল সজ্জা দেখার জন্য অধীর আগ্রহে শহরবাসীকে অপেক্ষা করতে হবে চতুর্থীর দিন পর্যন্ত। সেই দিনই হবে পুজোর উদ্বোধন।
কৌশিক অধিকারী





