এর ওপর চলছে পবিত্র রমজান মাস। কিছুদিন আগেও প্যালেস পরিদর্শনের জন্য টিকিট বিক্রি হত দৈনিক এক হাজার। কিন্তু গরমের রক্তচক্ষুতে টিকিট বিক্রি নেমে এসেছে দৈনিক তিনশো থেকে চারশোতে। মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাসের বহুমূল্য সম্পদ। হাজারদুয়ারীতে ইতিহাসের খোঁজে যেমন সাধারণ মানুষ ভিড় জমান, তেমনই ভ্রমণ পিপাসু বাঙালি সহ ভিন রাজ্যের মানুষ আসেন সিরাজউদ্দৌলার স্মৃতি বিজড়িত অন্যান্য নিদর্শন দেখতে।
advertisement
কিন্তু গত এক সপ্তাহ ধরে চলা তাপপ্রবাহের ফলে অতি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোচ্ছেন না কেউই। পাশাপাশি, রাজ্যের তরফে তাপপ্রবাহের সতর্কতা বার্তা জারি থাকায় পর্যটক শূন্য হাজারদুয়ারীকে দেখে মন খারাপ গাইডদেরও। যদিও যেসব পর্যটক প্যালেস দেখতে আসছেন, তাঁরা কিন্তু ভিড়হীন হাজারদুয়ারীতে নিরিবিলিতে ঘুরতে পেরে খুবই খুশি। অন্যদিকে গাইডদের আশা, গরম মিটলেই পর্যটকদের দেখা মিলবে আবার। তাই এখন একটাই প্রার্থনা, সুর্যের তাপ কমে দেখা দিক কালবৈশাখী।
Koushik Adhikary