হিমবাহ গলে যাচ্ছে, বেড়ে যাচ্ছে জলের স্তর। মাটির নিচের জল ক্রমশ আরো নিচে চলে যাচ্ছে, পৃথিবী পুড়ছে বিশ্ব উষ্ণায়নের কারণে। পরিবেশ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রায়ই শুনতে হয়। জল যাপনে অভ্যস্ত বাঙালির তাই আপাতত জল নিয়ে বাড়তি চিন্তার প্রয়োজন আপাতদৃষ্টিতে নেই।
আরও পড়ুনঃ আগ্নেয়াস্ত্র পাচারে কি এবার বয়স্ক ব্যক্তিরা! তদন্তে পুলিশ
advertisement
বরং, জল যখন অঢেল তখন ফেলে ছড়িয়ে গড়িয়ে ঢেলে আরাম আয়াসে খাও পিও জিও, কল খোলা থাকল কি বন্ধ, জল অনর্থক নষ্ট হচ্ছে কি হচ্ছে না, কলের মুখে চাবি আছে কি নেই, গাড়ি ঘরদোর ধোয়ায় কি ঘণ্টার পর ঘণ্টা স্নানে গ্যালন গ্যালন জল বেফালতু খরচা হচ্ছে কি হচ্ছে না— তাই ভাবছে না স্হানীয় গ্রাম পঞ্চায়েত।
আরও পড়ুনঃ সামশেরগঞ্জে গাঁজা পাচার! পুলিশের জালে এক মহিলা পাচারকারী
ফলে এই ভাবেই খোলা মুখে জল নষ্ট হচ্ছে। পরিবেশের দুর্দশা, আগামী সম্পর্কে ওইসব ভয় জাগানো বার্তা কি জলের জন্য হাহাকার, আমাদের কি একটুও ভাবাচ্ছে! প্রশ্ন উঠতে শুরু করেছে গ্রামের বাসিন্দাদের মধ্যেই।
KOUSHIK ADHIKARY