আরও পড়ুন Purulia News :বছরের শুরুতেই খারাপ খবর, এক পরিবারের সকলে দুর্ঘটনার কবলে
মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের মুড্ডা গ্ৰামে বুধবার গ্রামবাসীদের প্রতিবাদে বন্ধ করে দেওয়া হয়েছিল ড্রেন তৈরির কাজ গ্রামবাসীদের অভিযোগ অতি নিম্নমানের সামগ্রী ও চরম গাফিলতি হচ্ছিল গ্রামের এই ড্রেন তৈরিতে৷ কিন্তু গ্রামবাসীদের দেখানো হয়নি কাজের কোনও সিডিউল।এমন কি বসানো হয়নি কোন বোর্ড৷ তাই সঠিক দ্রব্য কাজে লাগিয়ে ড্রেন তৈরির দাবিতে এদিন গ্রামের একাংশ বাসিন্দা বিক্ষোভ করেন এবং কাজ বন্ধ করে দেন পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করে ফের গ্রামবাসীদের সিডিউল দেখিয়ে যথাযথ নিয়ম মেনে কাজ শুরু করা হয়।
advertisement
আরও পড়ুন Purulia News: বর্ষপূর্তিতে পর্যটক পূর্ণ অযোধ্যা, আনন্দের মাঝেও ছিল বেশ কিছু সমস্যা!
এক গ্রামবাসী আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানিয়েছেন, প্রথমে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছিল, তাই আমরা সেই কাজ বন্ধ করে দি৷ সিডিউল দেখাতে বলা হয়েছিল কিন্তু প্রথমে যারা কাজ করছিলেন তারা পঞ্চায়েত অফিসে গিয়ে সিডিউল দেখার কথা বলেন,৷ তারপর বিক্ষোভ করার পর অবশেষে ফের ভাল সামগ্রী দিয়ে কাজ শুরু হয়েছে এবং সিডিউল দেখিয়ে যথাযথ নিয়ম মেনে কাজ শুরু হয়েছে।
কৌশিক অধিকারী





