Purulia News: বর্ষপূর্তিতে পর্যটক পূর্ণ অযোধ্যা, আনন্দের মাঝেও ছিল বেশ কিছু সমস্যা!
Last Updated:
পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র অযোধ্যা। পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় বছরের প্রথম দিনে। মাত্রাতিরিক্ত ভিড়ের জন্য বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় পর্যটকদের।
#পুরুলিয়া: নতুন বছর মানেই বাঙালি থেকে অবাঙালি সকলেই মেতে উঠবে আনন্দ উচ্ছাসে। প্রতিটি পর্যটনস্থল থেকে পিকনিক স্পট সর্বত্র ফিস্টিভ মুডে দেখা যায় আপামন বঙ্গবাসীকে। পুরুলিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র অযোধ্যা পাহাড়। রবিবার ছিল বছরের প্রথম দিন। ২০২৩ এর নববর্ষ পড়েছিল রবিবার আর তাতেই অযোধ্যায় দেখা যায় পর্যটকদের উপচে পড়া ভিড়। দূর দূরান্ত থেকে অযোধ্যা সুন্দরীতে বেড়াতে যান বহু পর্যটকেরা।
আরও পড়ুন, বছরের শুরুতেই আজ মেগা বৈঠক তৃণমূল কংগ্রেসের, সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কী বলবেন
অযোধ্যা পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করতে পেরে খুশি পর্যটকেরা। তবে অতিরিক্ত ভিড় থাকার কারণে পর্যটকদের বেশ কিছু সমস্যার মুখে পড়তে হয়। যেমন, পর্যাপ্ত শৌচালয় না থাকা, ঘোরার জন্য ছোট শেয়ার গাড়ির ব্যবস্থা না থাকা। অযোধ্যায় আশা পর্যটকেরা জানান, অতিরিক্ত টাকা ব্যয় করে অনেকেরই ঘোরা সম্ভব হয় না। পর্যটন মানচিত্রে অযোধ্যাকে সাজিয়ে তোলার জন্য প্রশাসন যেভাবে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। তবে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করার জন্য প্রশাসন যদি কোনও ব্যবস্থা গ্রহণ করে তবে সাধারণ মানুষেরা আরও উপকৃত হবে।
advertisement
আরও পড়ুন, বছরের শুরুতেই আজ মেগা বৈঠক তৃণমূল কংগ্রেসের, সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কী বলবেন
পর্যটন মানচিত্রে পুরুলিয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পুরুলিয়ার পর্যটন শিল্পকে উন্নত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন রাজ্য সরকার। তাই দিঘা, পুরীর পাশাপাশি বঙ্গবাসীর অন্যতম পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে পুরুলিয়া। পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ের পাশাপাশি রয়েছে নানান ঐতিহাসিক দর্শনস্থল। সারা বছরই কমবেশি পর্যটকদের আনাগোনা হয়েই থাকে পুরুলিয়াতে। উৎসবের মরশুমে পর্যটকদের ভিড় আরও বাড়ে। আগামী দিনে পর্যটন স্থলগুলির আরও উন্নতি সাধন হবে বলে আশা রাখছেন পর্যটকেরা।
advertisement
advertisement
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
Location :
First Published :
January 02, 2023 1:44 PM IST