আরও পড়ুনঃ সামশেরগঞ্জ ও বড়ঞার পর বেলডাঙায় উদ্ধার তাজা বোমা, এ যেন বারুদের আঁতুরঘর মুর্শিদাবাদ
অন্যদিকে, মুর্শিদাবাদ জেলার কান্দির নৃত্যালয় সংস্থাও পালন করল বসন্ত উৎসব। মঙ্গলবার বসন্ত উৎসব উপলক্ষে ভ্রাম্যমাণ সংগীত নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে বসন্ত উৎসব পালন করল তাঁরা। পাশাপাশি শহরের পদাতিক নৃত্য সংস্থার উদ্যোগেও বসন্ত উৎসব পালন করা হল। কান্দি থানার মোড়, লিচুতলা মোড় সহ বিভিন্ন এলাকায় সংস্থার ছোট্ট শিশুরা নাচ পরিবেশন করে।
advertisement
আরও পড়ুনঃ ৩৫০ বছরের প্রাচীন ন্যাড়াপোড়া উৎসব ব্যানার্জী পরিবারের, জানুন ন্যাড়াপোড়ার কাহিনী
পাশাপাশি মঙ্গলবার সকাল থেকেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় ছোট ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসব পালন করা হয়। জেলার বিভিন্ন জায়গায় এই বর্ণাঢ্য প্রভাত ফেরি দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ । বিভিন্ন পাড়ার মোড়ে মোড়ে নৃত্য পরিবেশনের মধ্যে দিয়েই বসন্ত উৎসব পালন করা হল বোলপুর শান্তিনিকেতনের আদলে।
কৌশিক অধিকারী