Murshidabad News: সামশেরগঞ্জ ও বড়ঞার পর বেলডাঙায় উদ্ধার তাজা বোমা, এ যেন বারুদের আঁতুরঘর মুর্শিদাবাদ
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
সোমবার সকালে মুর্শিদাবাদের বেলডাঙা থানার মির্জাপুর মল্লিকপাড়া এলাকায় ২১ টি সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চলের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।
মুর্শিদাবাদ: পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উদ্ধার হল সকেট তাজা বোধ মুর্শিদাবাদে। সোমবার সকালে মুর্শিদাবাদের বেলডাঙা থানার মির্জাপুর মল্লিকপাড়া এলাকায় ২১ টি সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চলের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।
ঘটনার সূত্রে জানা গিয়েছে, সোমবারে সকালে মির্জাপুর মল্লিকপাড়া বাঁশ বাগানের মধ্যে সকেট বোমা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বেলডাঙা থানায় খবর দিলে বেলডাঙা থানার পুলিশ বোমা গুলিকে উদ্ধার করে সুরক্ষিত স্হানে রাখা হয়। পাশাপাশি, খবর দেওয়া হয়েছে বোম স্কোয়ার্ড প্রতিনিধি দল কে বোমা নিষ্ক্রিয় করার জন্য। তবে কিভাবে বোমা গুলো এসেছে তার তদন্ত করছে বেলডাঙা থানার পুলিশ। পঞ্চায়েত ভোটের আগে কি কারণে বোমা গুলি মজুত করা হয়েছিল তা নিয়েও তদন্ত করছে বেলডাঙা থানার পুলিশ।
advertisement
তবে গত তিনদিন আগেও উদ্ধার হয় তাজা বোমা মুর্শিদাবাদে। গত শুক্রবার রাত্রে বড়ঞা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজু মুখার্জী গোপন সূত্রে পেয়ে বড়ঞা থানার পুলিশ নিয়ে একটি বিশেষ অভিযান চালায় এবং সেই অভিযান চালিয়ে জার ভর্তি তাজা বোমা উদ্ধার করে বড়ঞা থানার পুলিশ। বড়ঞা থানার অন্তর্গত সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকার ময়ুরাক্ষী নদীর বাঁধের কাছে থেকে প্রায় জার ভর্তি ৭টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। এবং বোমা গুলি উদ্ধার হবার পর সামগ্রিক ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করে বড়ঞা থানার পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুন: Bankura Tourism|| দোলে বাঁকুড়া যাচ্ছেন? বিমলের স্পেশ্যাল 'এই' খাবার না খেলে অসম্পূর্ণই থাকবে বেড়ানো
আরও পড়ুন: Road Accident: হঠাৎ ভয়াবহ আওয়াজ...! প্রাইভেট কার ও ইঞ্জিনভ্যানের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক পরিণতি
সম্প্রতি সামশেরগঞ্জে তাজা বোমা উদ্ধার করে পুলিশ। সামশেরগঞ্জ, বড়ঞার পর এবার বেলডাঙায় তাজা বোমা উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ।পঞ্চায়েত নির্বাচনের আগে এত পরিমাণ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে কিভাবে এত পরিমাণ তাজা বোমা আসছে তা নিয়েও ভাবাচ্ছে জেলা পুলিশ প্রশাসন কে।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
March 06, 2023 9:00 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: সামশেরগঞ্জ ও বড়ঞার পর বেলডাঙায় উদ্ধার তাজা বোমা, এ যেন বারুদের আঁতুরঘর মুর্শিদাবাদ