দুই পক্ষের মধ্যেই চলে মারামারি। শুক্রবার দুপুরে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা আদালতের সামনে আইনজীবী আল্লারাখা সেখের চেম্বারে তুমুল মারামারি ঘটনায় আহত বেশ কিছু জন। তাদের মধ্যে তিনজনকে গুরুতর জখম অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য।স্থানীয় বাসিন্দারা জানান, মুর্শিদাবাদ জেলার কান্দি থানার হিজল নতুনগ্রাম এলাকার স্বামী-স্ত্রীর বিবাহ বিচ্ছেদ নিয়ে দুই পক্ষকে বসিয়ে সালিশি সভা চলছিল কান্দি মহকুমা আদালত চত্বরের মধ্যে আইনজীবী আল্লারাখা সেখের চেম্বারে।
advertisement
আরও পড়ুন: স্বর্গের দূত এই পাখি! দেখলেই শুভ হয় জীবন! ধরা পড়ল সুন্দরবনে! তারপর? জানুন
আরও পড়ুন:
অভিযোগ শুক্রবার দুপুরে সভা শেষ হতে না হতেই শুরু হয় উভয় পক্ষের কথা-কাটাকাটি। আচমকা মেয়ে পক্ষের লোকজন আইনজীবীর চেম্বারে বাইরে থাকা লোহার বোর্ড দিয়ে ছেলে পক্ষদের আঘাত করে। শুরু হয় উভয় পক্ষের মারামারি ও ইট পাটকেল ছোড়া। ঘটনার গুরুতর আহত হন তিন জন। আহতদের কে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। ঘটনার জেরে খবর দেওয়া হয় কান্দি থানার পুলিশকে। যদিও বা এই ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
কৌশিক অধিকারী