আরও পড়ুন Murshidabad News: রাস্তা পারাপার করতে গিয়ে লরির তলায় ৮ বছরের শিশু! মর্মান্তিক পরিণতি
আহত পরিবারের সদস্যরা জানিয়েছেন, জমিতে সেচের জল দেওয়া কে কেন্দ্র করে পারিবারিক বিবাদ তৈরি হয় হাবিব সেখ পরিবারের সঙ্গে সরফরাজ সেখের পরিবারের। ঘটনার জেরে হাবিব সেখের পরিবারের ওপর বোমা হামলা চালানো হয় বলে অভিযোগ। অভিযোগ ওঠে সারফারাজ সেখ ও তার পরিবারের সদস্যরা সোমবার রাতে হাবিব সেখের বাড়িতে ঢুকে বোমা হামলা চালায়। অতর্কিত বোমা হামলার জেরে এক শিশু ও দুই মহিলা সহ মোট পাঁচজন গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় হাবিব সেখ, দুলাভ সেখ, শাহানা বিবি, আসরাফা বিবি ও এক শিশু আহত অবস্থায় চিকিৎসাধীন। গুরুতর আহত অবস্থায় সকলকেই বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে স্হানীয় বাসিন্দারা।
advertisement
অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ। কী কারণে এই বোমার হামলা চালানো হয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাওকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ পিকেট। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
কৌশিক অধিকারী