অভিযোগ, ২৯জনকে অস্বচ্ছভাবে ট্রেনিং দেওয়ার আগে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া করা হয়েছে। তাদের দাবি, আগে ১৬ জন ট্রেনিং করবে, তারপর বাকিরা ট্রেনিং করবে। এই ঘটনার জেরেই এদিন বিক্ষোভ দেখানো হয়। ঘূর্ণিঝড়ের আগে ১৬ জনকে এই ট্রেনিং দেওয়ার কথা। কিন্তু সেই ট্রেনিং দেওয়ার আগে অস্বচ্ছতার অভিযোগ তুললেন আপদ মিত্রের ট্রেনিং-এর যুবকরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
advertisement
আরও পড়ুন- আম গাছে তক্ষক! সাগরদিঘীতে তুমুল শোরগোল!
বিক্ষোভকারীদের অভিযোগ, "আমরা সকলেই বিপর্যয় মোকাবিলায় ট্রেনিং করেছি। কিন্তু আমাদেরকে আপদ মিত্র ট্রেনিং-এর নাম দেওয়া হয়নি। আমাদের নাম লিস্টে থাকলেও, যাদের ট্রেনিং সেই ২৯ জনের ইন্টারভিউ নেওয়া হচ্ছে অস্বচ্ছভাবে। আমরা চাইব, আগে আমাদের ১৬ জনকে নেওয়া হোক, তারপর বাকিদেরকে নেওয়া হবে।"
আরও পড়ুন- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্ম বার্ষিকী পালন মুর্শিদাবাদ জুড়ে
যদিও অভিযোগ অস্বীকার করেছেন কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলী রাজবংশী। তিনি জানান, এখানে কোন ইন্টারভিউ নেওয়া হচ্ছে না। যা অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা।
আমফান ঘূর্ণিঝড় থেকে শিক্ষা নিয়ে সামনেই বর্ষার আগে কালবৈশাখীর ঝড় ও বন্যা মোকাবিলার জন্য বিপর্যয় মোকাবিলা দফতরের অধীনে আপদ মিত্র ট্রেনিং-এর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যার তালিকা প্রতিটি পঞ্চায়েত ভিত্তিতে নিয়ে সেই তালিকা জেলা শাসক দফতরে পাঠানো হচ্ছে। আগামী দিনে সেই তালিকা অনুযায়ী রাজ্যে সরকারের পক্ষ থেকে ট্রেনিং দেওয়া হবে।
Koushik Adhikary