Murshidabad News- আম গাছে তক্ষক! সাগরদিঘীতে তুমুল শোরগোল!

Last Updated:

সাগরদিঘীর দস্তুরহাট এলাকায় কিছু যুবক আম গাছে তক্ষক দেখতে পায়। সেই তক্ষকটি ধরে ফেলে স্থানীয় যুবক ইউসুফ সেখ। তারপরে ঘটনার খবর দেওয়া হয় সাগরদীঘি থানায় ও বন দফতরকে।

সাগরদিঘীতে উদ্ধার হওয়া তক্ষক 
সাগরদিঘীতে উদ্ধার হওয়া তক্ষক 
#সাগরদিঘীঃ শুক্রবার সকালে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘীতে আম গাছ থেকে উদ্ধার বিরল প্রজাতির তক্ষক। জানা যায়, মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী জিয়াগঞ্জ-আজিমগঞ্জ সহ বিভিন্ন এলাকায় আমের চাষ করা হয়ে থাকে। শুক্রবার সাগরদিঘীর দস্তুরহাট এলাকায় কিছু যুবক আম গাছে তক্ষক দেখতে পায়। সেই তক্ষকটি ধরে ফেলে স্থানীয় যুবক ইউসুফ সেখ। তারপরে এই ঘটনার খবর দেওয়া হয় সাগরদিঘী থানায় ও বন দফতরকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও বন দফতর।
সাগরদিঘী থানার পুলিশ ও বনকর্মীদের হাতে উদ্ধার হওয়া তক্ষককে তুলে দেওয়া হয়। স্থানীয় যুবক ইউসুফ সেখ জানান, "আম গাছে আম পাড়তে উঠে দেখি একটি বিরল প্রজাতির তক্ষক আছে। আমরা তড়িঘড়ি তক্ষকটিকে উদ্ধার করি। অসাধু ব্যক্তিদের হাত থেকে তক্ষককে বাঁচাতে আমরা বন দফতরের হাতে তুলে দিয়েছি।"যুবকদের এই কর্মকাণ্ডে খুশি পুলিশ প্রশাসন ও বন দফতর
advertisement
advertisement
জানা গিয়েছে, তক্ষক বর্তমানে বিলুপ্ত হয়ে যাচ্ছে। বর্তমানে কিছু অসাধু ব্যক্তি এই তক্ষক উদ্ধার করে পাচার করে দিয়ে থাকে। বিলুপ্তপ্রায় প্রজাতির তক্ষকের দেহাংশ থেকে মূল্যবান ওষুধ তৈরি হওয়ায়, আন্তর্জাতিক বাজারে এর দাম প্রচুর। তক্ষক গিরগিটি প্রজাতির  নির্বিষ নিরীহ বন্যপ্রাণী। সাধারণত পুরনো বাড়ির ইঁটের দেওয়াল, ফাঁক-ফোকড় ও বয়স্ক গাছে এরা বাস করে। কীটপতঙ্গ, টিকটিকি, ছোট পাখি ও ছোট সাপের বাচ্চা এদের খাদ্য।
advertisement
এই তক্ষক বর্তমানে বিপন্ন বন্যপ্রাণী। উদ্ধার হওয়া তক্ষক বিরল প্রজাতির। ওষুধ তৈরি সহ বিভিন্ন কারণে চীনে তক্ষক কেনাবেচা হয়। চীনে এই তক্ষকের প্রচুর দাম পাওয়া যায়। তবে শুক্রবার আম বাগান থেকে তক্ষক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।
advertisement
Koushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News- আম গাছে তক্ষক! সাগরদিঘীতে তুমুল শোরগোল!
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement