Murshidabad News- ঔষধি ফসল, মুনাফাও দারুণ! 'এই' চাষ করে নজর কাড়ছেন নবগ্রামের চাষিরা!

Last Updated:

নবগ্রাম ব্লকের নগরা কিরীটেশ্বরী গ্রামে কালো ধানের চাষ করছেন ধান চাষিরা। নবগ্রামের বেশ কিছু  প্রগতিশীল চাষি, সরকারি উদ্যোগে এই চাষে লাভের মুখ দেখছেন। 

+
নবগ্রামে

নবগ্রামে চলছে কালো ধানের চাষ

#নবগ্রামঃ পশ্চিম বাংলার প্রধান খাদ্যশস্য ধান। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকে ধান চাষের ওপর নির্ভর করে থাকে ধান চাষিরা। সরু-মোটা, সুগন্ধী চালের চাষ এ রাজ্যে হয়েই থাকে। বর্তমানে নানা রঙের ধান চাষ হচ্ছে। এই মুহূর্তে কালো চালের চাষ জনপ্রিয় হচ্ছে এই রাজ্যেও।
মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের নগরা কিরীটেশ্বরী গ্রামে কালো ধানের চাষ করছেন ধান চাষিরা। নবগ্রামের বেশ কিছু প্রগতিশীল চাষি, সরকারি উদ্যোগে এই চাষে লাভের মুখ দেখছেন। ধানের মধ্যে যেসব বন্যজাত রয়েছে তার মধ্যে অন্যতম ব্ল্যাক রাইস। কৃষক এবং কৃষি বিশেষজ্ঞের কথায়, এটি মূলত ঔষধি ফসল। অ্যান্টিঅক্সিডেন্টে ভরা এই কালো চাল ওবেসিটি কমায়, ক্যান্সার প্রতিরোধ করে।
advertisement
advertisement
অন্য ধান চাষের মতোই এই ধানও চাষ করতে হয়, তবে তা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে। তাই নবগ্রামের কিরীটেশ্বরী, নগড়া, রাজখন্ড, পলসা, ইকরোল গ্রামের প্রগতিশীল চাষিরা ব্ল্যাক রাইস চাষ করে লাভের আশা দেখছেন। ১৪০ থেকে ১৪৫ দিন সময় কালের মধ্যে কৃষক বামদেব মন্ডল এই ধান চাষ করে চলেছেন। আত্মা প্রকল্পের অধীনে এই ধান চাষ করে লাভের মুখ দেখবেন বলে আশাবাদী চাষি বামদেব মন্ডল। এই ধান চাষে সমস্ত ভাবেই সহযোগিতা করছেন নবগ্রাম ব্লক সহকারী কৃষি অধিকর্তাও।
advertisement
দশ কাঠা জমিতে এই ধান চাষ করছেন চাষি। নভেম্বর মাসের শেষ সপ্তাহে বীজ দেওয়া হয়, জানুয়ারিতে বীজ রোপণ করার পরে মে মাসে ধান পাকতে শুরু করেছে ।অল্প খরচে ও অল্প ব্যয়ে এই ধান চাষ করা হয় এবং অধিক লাভবান করা হয়ে থাকে। এই ধানের রং ও কালো, ভাত ও কালো। শুধুমাত্র খোসা টা সাদা। দশ কিরো সার দিয়ে উন্নত মানের ধান চাষ করা হয়ে থাকে। বর্তমান সময়ে প্রত্যেক মানুষের অসুস্থতা বেড়ে চলেছে। তাই প্রতিটি কৃষক এই ধান চাষের প্রতি আরও আগ্রহ তৈরি করুক চাইছেন ধান চাষিরা।
advertisement
পরীক্ষামূলক ভাবে কিরীটেশ্বরী গ্রাম পঞ্চায়েতে এই ধান চাষ করা হচ্ছে। এই ধান চাষ সফল হচ্ছে কিনা, তার ওপর নজর রাখা হচ্ছে। তবে কালো চালের অনেক খাদ্যগুন আছে। প্রোটিন অনেকটাই বেশি এই চালে। এই কালো চাল ক্যান্সার নিরাময়ে সাহায্য করে বলে জানান কৃষি আধিকারিক বরুণ খাঁ।
Koushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News- ঔষধি ফসল, মুনাফাও দারুণ! 'এই' চাষ করে নজর কাড়ছেন নবগ্রামের চাষিরা!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement