আরও পড়ুন Chhath puja: ছট পুজোতে ফলের বাজার অগ্নিমূল্য,পকেট বাঁচিয়ে চলছে ছট ব্রত
রবিবার বিকেলে ও সোমবার সকালে ছট পুজো উপলক্ষ্যে ফরাক্কার গঙ্গার ঘাটে ভিড় জমাবেন বহু সাধারণ মানুষ । তাই সাধারণ মানুষের যাতে কোন ক্ষতি না হয়, পাশাপাশি কুমিরেরও যাতে কোনও ক্ষতি না হয় তার জন্য নজরদারি চালানো হচ্ছে বলে ফরাক্কা বন দফতর সূত্রে জানা গিয়েছে। কুমিরের দেখা মিলতেই তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় । স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় কুমির দেখা যেতেই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
advertisement
আরও পড়ুন Jalpaiguri News: ওঝার কেরামতিতে সব শেষ সাপে কাটা রোগীর! কুসংস্কারের বলি এক নাবালক!
উল্লেখ্য, একবছর আগে গত ১০ই নভেম্বর ২০২১ সালে মুর্শিদাবাদ জেলাতে প্রথম দেখা মেলে কুমিরের। মুর্শিদাবাদে সেই কুমিরের দেখা মিলতেই চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। কুমিরের দেখা মেলায় আগেই গঙ্গা স্নানে জারি হয় নিষেধাজ্ঞা। এরপরেই রেজিনগর থানার মাঙন পাড়া এলাকায় দেখা যায় কুমিরটিকে। ছট পুজোয় কুমিরের দেখা মেলায় আতঙ্ক ছড়ায়। প্রসঙ্গত, গঙ্গার পাড় জুড়ে দাপিয়ে বেরাতে দেখা যায় বিশাল আকারের কুমির। তখনই কুমিরটির সুরক্ষার বিষয়ে প্রশাসনিক তৎপরতার দাবি তুলেছেন পশু ও প্রানী প্রেমীরা।
কৌশিক অধিকারী