পুলিশকে দেখে মোটরবাইক নিয়ে ছুটে পালানোর চেষ্টা করে দম্পতি। পুলিশের সন্দেহ হলে তাদেরকে ধাওয়া করে। এরপর দম্পতিকে জিজ্ঞেসবাদ করে কথার অসঙ্গতি মিললে তল্লাশি চালানো হয়। পুলিশ তল্লাশি চালিয়ে, মজনু মন্ডলের কাছ থেকে ৭০হাজার টাকা ও মঞ্জুলা বিবির কাছ থেকে ২০ হাজার টাকা, মোট ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। ধৃত দু'জনকে মঙ্গলবার দুপুরে কান্দি মহকুমা আদালতের বিচারক ভাস্কর মজুমদারের এজলাসে পেশ করা হয় বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
advertisement
কান্দি মহকুমা আদালতের সরকারি আইনজীবী চিরঞ্জিৎ রুজ জানিয়েছেন, কান্দি থানার পুলিশ ধৃত দুইজনকে আদালতে কান্দি মহকুমা আদালতে পেশ করে। স্বামী মজনু মন্ডলকে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য ৯দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ও স্ত্রী মঞ্জুলা বিবিকে ১৪দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন কান্দি মহকুমা আদালতের বিচারক ভাস্কর মজুমদার। কি উদ্দেশ্যে ওই দম্পতি এই পরিমাণ জাল নোট নিয়ে যাচ্ছিল, তার তদন্ত শুরু করেছে পুলিশ।
Koushik Adhikary